সমীরণ পাল, পানিহাটি: তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) খুনের সাতদিনের মধ্যে ফের উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটিতে (Panihati) খুন (Murder)! এবার পানিহাটির সাত নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত ব্যক্তির দেহে ভোজালির কোপ।
গত রবিবার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূল কাউন্সিলর। এবার পানিহাটির আগরপাড়ায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ আরমান। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, দাবি পরিবার সূত্রে।
গত রবিবার ভর সন্ধেবেলা খুন হন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছিলেন তৃণমূল কাউন্সিলর। হঠাৎ দেখা যায় নীল-ডোরা কাটা টি-শার্ট পরা এক যুবককে। কেউ কিছু বুঝবার আগেই পকেট থেকে বন্দুক বের করে কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায় সে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির পর বাইক থেকে ছিটকে পড়েন তৃণমূল কাউন্সিলর। গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। খতিয়ে দেখেন গোটা এলাকা।
আরও পড়ুন চোখের জলে স্মরণ, দুই কাউন্সিলরের মৃত্যুতে রঙহীন পানিহাটি, ঝালদা
পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে খুনের প্রতিবাদে তেঁতুলতলা মোড়ে দীর্ঘ সময়ের জন্য বি টি অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
সদ্য সমাপ্ত পুরভোটে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড থেকেই ফের জয়ী হন তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। কয়েকদিনের মধ্যেই কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার কথা ছিল তাঁর। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক কারণ? কী কারণে খুন হলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার তদন্তে ধৃত দু’জনকে হরিণঘাটায় নিয়ে গিয়ে জেরা পুলিশের। এখনও অধরা মাস্টার মাইন্ড। ধৃত ঠিকাদার বাপি পণ্ডিতের আগরপাড়ার বাড়িতে পুলিশের তল্লাশি। সিম কার্ড, এটিএম কার্ড-সহ বেশ কিছু নথি উদ্ধার পুলিশের, দাবি স্থানীয়দের।