চণ্ডীগড়: কাশ্মীর উপত্যকায় অস্ত্র পাচারের এক বড়সড় চেষ্টা বানচাল করল পঞ্জাব পুলিশ। ওই অস্ত্র জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা কাছে পাঠানো হচ্ছিল উপত্যকায় নাশকতা কার্যকলাপের জন্য। এই ঘটনায় পঠানকোট থেকে আমির হুসেন ওয়ানি ও ওয়াসিম হাসান ওয়ানি নামে ২ লস্কর অপারেটিভকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।


সংবাদসংস্থার খবর অনুযায়ী, ধৃতদের কাছ থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন ও ৬০টি কার্তুজ।


পুলিশের দাবি, ধৃতেরা প্রায়ই পঞ্জাব থেকে কাশ্মীর উপত্যকায় অস্ত্র সরবরাহ করত। অমৃতসর-জম্মু হাইওয়ে থেকে দুজনকে আটক করা হয়। পঞ্জাব পুলিশের ডিজি জানান, ইশফাক আহমেদ দার ওরফে বশির আহমেদ খান নামে পঞ্জাব পুলিশের এক প্রাক্তন কনস্টেবলের থেকে এই দুজন অস্ত্র সংগ্রহ করে কাশ্মীরে নিয়ে যাচ্ছিল।


পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে, অমৃতসরে মকবুলপুরা-বল্লা রোড সংলগ্ন সব্জি মাণ্ডি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে তারা অস্ত্র সংগ্রহ করে। ট্রাকে সব্জির মধ্যে সেগুলি লুকিয়ে তারা সেগুলি পাচার করছিল। ধৃতেরা এর জন্য হাওয়ালার মাধ্যমে ২০ লক্ষ টাকা উপার্জন করেছে বলেও দাবি করেছে পুলিশ।