নয়াদিল্লি: সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার আক্রমণের আশঙ্কায় তোলপাড় করাচিতে। গতকাল রাতে আচমকাই পাকিস্তানের এই বন্দর শহরের আকাশে কয়েকটি যুদ্ধবিমান দেখা যায়। ভারতীয় বায়ুসেনার অভিযানের আশঙ্কায় করাচিতে ব্ল্যাকআউট করে দেওয়া হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনা সীমান্ত পেরিয়ে এরকম কোনও অভিযানের খবর অস্বীকার করেছে। পরে আরও জানানো হয়, পাকিস্তানে কোনও অভিযান চালায়নি ভারত।

তবে ভারতীয় বায়ুসেনা করাচিতে অভিযান চালাক বা না চালাক, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা যেভাবে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এবারও সেরকম কিছুর আশঙ্কা করা হচ্ছিল বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনেকে। বেশ কিছু মিমও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।