'পাপ্পিচিনো'- দিল্লিতে প্রথম সারমেয়দের জন্য ক্যাফে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2016 10:08 AM (IST)
নয়াদিল্লি: মানুষের ভিড়ে কোথাও একটু নিরিবিলিতে সময় কাটানোর সুযোগ নেই সারমেয়দের। এবার তাদের কথা ভেবেই ক্যাফে খোলা হল দিল্লির হজ খাস এলাকায়। যা রাজধানীতকে প্রথম। কুকুরদের কথা ভেবে এই ডগ ক্যাফে খোলার কথা ভাবেন কয়েকজন সারমেয়-প্রেমী। নাম দেন পাপ্পিচিনো। ক্যাফের মালিক নৈনি টন্ডন জানিয়েছেন, তিনি যখন বাইরে সময় কাটাতে যেতেন তখন নিজের পোষ্যদের জন্য মন খারাপ করত। তাঁদেরও একইরকম আনন্দ দিতে না পারায় মনে মনে অপরাধ বোধে ভুগতেন তিনি। সেই থেকেই পোষ্যদের জন্য ক্যাফে খোলার চিন্তা আসে তাঁর মাথায়। তিনি জানিয়েছেন, ওই ক্যাফেতে কুকুরদের খেলার জন্য বড় জায়গা রয়েছে। ক্যাফের একদিকে কুকুরদের খাবারের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে মানুষের খাবারেরও ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, কুকুর ও তাদের মালিক, উভয়ের জন্যই শপিংয়ের ব্যবস্থাও হয়েছে।