পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে  হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রকে। জ্যোতিকে নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে উঠেছে এসেছে আরেক ইউটিউবারের নাম। জ্যোতি মালহোত্রর বন্ধু প্রিয়ঙ্কা সেনাপতি। পুরীর এই জনপ্রিয় ইউটিউবারও এখন গোয়েন্দাদের স্ক্যানারে। তার বিরুদ্ধেও রাশি রাশি সন্দেহ দানা বাঁধছে । তদন্তে উঠে আসছে এমন কিছু তথ্য, যা চোখ কপালে ওঠাবে। 

Continues below advertisement

জ্যোতি মালহোত্রকে সাহায্য করার জন্য পুরীর বাসিন্দা ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গিয়েছে, সাত-আট মাসে আগে পুরীতে আসতে জ্যোতি মালহোত্রকে সাহায্য করেছিলেন এই প্রিয়ঙ্কা। জানালেন পুরীর পুলিশ সুপার। চার সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরেও গিয়েছিলেন প্রিয়ঙ্কা সেনাপতি। তদন্তে পুলিশ অফিসারদের মুখোমুখি হয়ে জানিয়েছেন  পুরীর ইউটিউবারের বাবা রাজকিশোর সেনাপতি। তবে প্রিয়ঙ্কা কিন্তু জ্যোতি মালহোত্রর সঙ্গে যাননি বলেই বলেছেন তাঁর বাবা।তাঁর দাবি, মেয়ের কোনও দেশবিরোধী কার্যকলাপে কোনও ভূমিকা নেই। জ্যোতি মালহোত্রর বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে, তার সম্পর্কে প্রিয়ঙ্কার কোনও ধারণা ছিল না । এই পরিস্থিতিতে প্রিয়ঙ্কা সেনাপতি যদিও জানিয়েছেন, তিনি তদন্তে সবরকমভাবে সাহায্যে প্রস্তুত। 

কী কী তথ্য উঠে আসছে পুরীর ইউটিউবারের নামে ?              

Continues below advertisement

পুরী শহরের ডিএসপির নেতৃত্বে একটি পুলিশ দল প্রিয়াঙ্কার বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। দলে ছিলেন টাউন থানার আইআইসি গোকুল রঞ্জন দাস এবং সিংহদ্বার থানার আইআইসি শ্বেতাপদ্ম দাস। পুরীর মহিলা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় সাফাই দিয়েছেন, ধৃত জ্যোতি কেবলই তাঁর একজন বন্ধু । ইউটিউবের মাধ্যমেই তাঁর সংস্পর্শে আসা প্রিয়ঙ্কার। তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে নাকি কিছুই জানতেন না তিনি। যদি তিনি জানতেন যে, শত্রু-দেশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে জ্যোতি, তাহলে তাঁর সংস্পর্শে আসতেন না। 

 Kartarpur Corridor Guide ভিডিও পোস্ট প্রিয়ঙ্কার                      

পুরীর এই কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবে ১৪,৬০০ জন সাবস্ক্রাইবার আছে বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে ২০,০০০ ফলোয়ার রয়েছে তাঁর। তিনি ওড়িশা এবং দেশের অন্যান্য জায়গায় তাঁর ভ্রমণের ভিডিও পোস্ট করেন।গত ২৫শে মার্চ, প্রিয়াঙ্কা সেনাপতি তার ইউটিউব চ্যানেল 'Prii_vlogs'-এ "Odia Girl in Pakistan | Kartarpur Corridor Guide | Odia Vlog" শিরোনামে সফরের একটি ভিডিও পোস্ট করেছিলেন।