নয়াদিল্লি: পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে বিপত্তি (Puri Ratha Yatra Accident)। গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি। বলরামের মূর্তি পড়ে ৫জন সেবায়েত আহত, পুরীর হাসপাতালে ভর্তি।


মূলত রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় এবার পুরীতে। রবিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে রথের দড়িতে প্রথম টান দেওয়ার পরেই শোভাযাত্রা শুরু হয়। সেসময় মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। সূত্র মারফত খবর আসে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা শুরু হওয়ার পরেই প্রচুর মানুষের ভিড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে জখম হন বহু মানুষ। তাঁদের মধ্যে একজন শ্বাসরুদ্ধ হয়ে মারাও গেছেন।  


 রথযাত্রার দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী বাংলাদেশও। বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫ জনের। ৫০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুৎ-র তার সংস্পর্শ এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানেই শেষ নয়, রথযাত্রা না হলেও সম্প্রতি হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। 


৫৩ পছর পর এ বছর ফের একই দিনে হয় নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। রবিবার বিকেলে টান পড়ে রথের রশিতে।  এই উপলক্ষ্যে ইতিমধ্য়েই সোমবার ছুটি ঘোষণা করেছিল ওড়িশা সরকার। রথযাত্রা উপলক্ষে সেজে ওঠে পুরী। শুরু হয় ভক্তদের সমাগম। এ বছর রথযাত্রায় ঘটে বিরল ঘটনা। প্রত্য়েক বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়। তিথি অনুয়ায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা।


১৯৭১ সালে একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রার তিথি পড়েছিল।৫৩ বছর পর এবার ফের একই দিনে এই তিথি পড়েছে। শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার জ্বর আসে। তাদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব।


সাধারণত নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পরে দিন রথযাত্রার তিথি পড়ে। কিন্তু, এ বছর একইদিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা পড়ায় রবিবার রথ টানা শুরু হতে বিকেল হয়ে যাবে। ফলে কিছুটা এগিয়ে থেমে যাবে রথযাত্রা। সোমবার ফের মাসির বাড়ি যাত্রা কর উদ্দেশে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রার তিথি পড়ায় দু'দিন রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্য়েই গত সোমবার রথযাত্রার ছুটি ঘোষণা করে ওড়িশা সরকার। 


আরও পড়ুন, 'জয়ন্ত-বাহিনীকে ঘনিষ্ঠ ভাবে চিনি, কিন্তু...প্রতিবাদ করলেই খুন হয়ে যাব', বিস্ফোরক মদন মিত্র


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।