নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সফর শেষ হয়েছে। দ্রাবিড়-পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত যার নাম সবথেকে বেশি শোনা যাচ্ছে তিনি হলেন গৌতম গম্ভীর (Gautam Gambjhir)। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল চ্যাম্পিয়ন করার পর থেকেই টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসাবে গম্ভীরের নাম নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু তিনি জাতীয় দলের দায়িত্ব নিলে, তাঁর পরবর্তে কেকেআরে কার হাতে দায়িত্ব উঠবে? এক্ষেত্রে কিন্তু অদলবদলের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর রিপোর্ট অনুযায়ী একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে মেন্টরের ভূমিকায় চাইছে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এই বিষয়ে এখনও অবধি পোক্ত কিছু শোনা যায়নি বা কথাবার্তাও এগিয়েছে বলে কোনও খবর নেই।
দ্রাবিড় কিন্তু অতীতেও আইপিএলে মেন্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সাল পর্যন্ত কিংবদন্তি এই ক্রিকেটার দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন। তবে 'স্বার্থের সংঘাত'-র জেরে বাধ্য হয়েই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। তারপর আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল, ভারতীয় এ দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে এরপরেই জাতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব দ্রাবিড়ের হাতে ওঠে।
কিন্তু বিশ্বকাপের পর সুযোগ থাকলেও, তিনি আর ভারতীয় কোচের পদে পুনরায় আবেদন করেননি। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে সিংহভাগ সময়টাই পরিবারের থেকে দূরে থাকতে হত তাঁকে। সেই কারণেই আরও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দ্রাবিড়। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলে বছরে দুই থেকে তিন মাসই তাঁকে পরিবারের থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে দ্রাবিড় এ বিষয়ে ভাবনাচিন্তা করে দেখলেও দেখতে পারেন।
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় বিশ্বজয়ের পরে নিজের শহর বেঙ্গালুরুতে ফিরেই এক রাজকীয় অভ্যর্থনা পান। এক ক্রিকেট অ্যাকাডেমিতে গেলে প্রথমে তাঁকে ফুলের তোড়া এবং আলিঙ্গন করে স্বাগত জানানো হয়। তারপরেই কচিকাচারা লাইন দিয়ে দাঁড়িয়ে তাঁকে 'গার্ড অফ অনার' দিয়ে সম্মান জানায়। কার্যত খানিক লজ্জিত হয়েই অবশ্য তাদের ব্যাট নীচে করার অনুরোধ করেন দ্রাবিড়। এর থেকেই কিন্তু ব্যক্তি দ্রাবিড়ের চরিত্রেরও পরিচয় পাওয়া যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের ১০ দিন পর 'ওয়ার্ক ওয়াইফ'-র উদ্দেশে আবেগঘন পোস্ট বিশ্বজয়ী অধিনায়ক রোহিতের