ভুবনেশ্বর: পুরীর মন্দিরকে (Puri Temple) মনে করা হয় শ্রীক্ষেত্রের সর্বপবিত্র স্থান। সেই মতো মন্দিরে একাধিক নিয়মও রয়েছে। সেই নিয়মের তালিকায় এবার যোগ হচ্ছে পোশাক বিধি।  হাতকাটা জামা, ছেঁড়া জিন্স (Ripped Jeans), হাফ প্যান্ট (Half Pant) পরে ঢোকা যাবে না মন্দিরে, এমনটাই মন্দির কমিটির তরফে জানান হয়েছে। 


কবে থেকে চালু হচ্ছে এই পোশাক বিধি? পুরীর মন্দির কমিটির তরফে জানান হয়েছে আগামী বছর ১ জানুয়ারি থেকেই দর্শনার্থীদের জন্য নয়া পোশাকবিধি চালু হয়ে যাবে৷ এই নিয়ম যাতে কঠোর ভাবে পালন করা যায়, তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। মন্দিরে কোনও ভাবেই ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা অথবা হাফ প্যান্ট পরে প্রবেশ করা যাবে না।                                                                                               


পোশাক বিধির ক্ষেত্রে এও বলা হয়েছে যে কিছু জামাকাপড় পরে সমুদ্র সৈকতে ঘোরা যায়, কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় না। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের দাবি, অনেক পূণ্যার্থীরাই মন্দির-উপযোগী পোশাক পরে দেব দর্শনে আসছেন না। তাই জগন্নাথ মন্দিরে আগত ভক্তদের জন্য এবার নতুন পোশাকবিধি আনতে চলেছেন কর্তৃপক্ষ।


এমনকী, ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এমন পোশাকও পরা যাবে না বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাক বিধি লাগু রয়েছে। ২০২১ সালের ২০ অক্টোবর থেকে সেবায়েতদের পোশাক বিধিও লাগু করা হয়েছে। পুজোর সময় তাঁদের ধুতি, তোয়ালে, পাট্টা পরতে হয়৷  এবার ভক্তদেরও জন্যেও পোশাক বিধি লাগু হচ্ছে৷             


আরও পড়ুন, বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে বিরাটাকার কুমির! কালনায় ছড়িয়েছে আতঙ্ক


মন্দির কর্তৃপক্ষের তরফে এও জানান হয়, এধরনের পোশাক শুধুমাত্র অশোভনীয় নয়, পবিত্র স্থানের অবমাননাকরও বটে, বলছেন মুখ্য প্রশাসক। তবে ১২ বছর বয়সি বা বয়স তার কম হলে এই পোশাকবিধি মানতে হবে না। আপাতত সংবাদমাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে দর্শনার্থীদের পোশাকবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে।