নয়া দিল্লি: তিনি সরীসৃপ ভালবাসেন। সাপ, কুমির ভাললাগার তালিকা লম্বা। এই ঠান্ডা রক্তের প্রাণীদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানার জু-কিপার জে ব্রিউয়ার। কিন্তু যাদের ভালবাসেন সেই প্রাণী যদি আক্রমণ করে, ভালবাসা চুরমার হয়?


সম্প্রতি যে ভিডিও পোস্ট করেছেন জে ব্রিউয়ার সেখানে নিজেই বলে ফেলেছেন যে সরীসৃপটিকে তিনি ভালবাসতেন তার এমন আক্রমণে কিছুটা অবাকই। সেই পাইথনটিকে সাহায্যই করতে গিয়েছিলেন তিনি। পাইথন ডিমটি যাতে নষ্ট না হয়, সেই কাজই করতে গিয়েছিলেন জে। কিন্তু এরপর হঠাৎই আক্রমণের মুখে পড়েন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। 


ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। প্রায় ১০ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে টেবিলের উপর রাখা রয়েছে একটি ছাইরঙা পাইথন। কিন্তু এরপর হঠাৎই জু কিপারকে আক্রমণ করে বসে পাইথনটি। বিশাল চেহারার সাপের এমন আক্রমণের হাত থেকে কোনও রকমে রক্ষা পেয়েছেন জু কিপার। 


এই ভিডিওটি দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। এদের অনেকের মতে ভাল কাজ করতে গেলে এমন বিপদের মুখেই পড়তে হয় হয়তো। সময় যত গড়াচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ভিডিওটি। নেটমহলের কমেন্টের বন্যা বইছে ওই পোস্টে। অনেকে বলেছেন তাঁরা এই ভিডিওটি দেখে কেবল শিউরে উঠেছেন তা নয় রীতিমত ভয়ও পেয়েছেন। 



জুকিপারকে অনেকে পরামর্শ দিয়েছেন খুব সাবধানে এই সকল সরীসৃপের পরিচর্যা করতে। অনেকেই আবার স্মরণ করিয়ে দিয়েছেন প্রাণীপ্রেমিক স্টিভ আরউইনের মৃত্যুর কথা। তিনিও সরীসৃপ পছন্দ করতেন। কিন্তু স্টিং রে-এর আক্রমণে তাঁর মৃত্যু আজও ভোলেনি বিশ্ব। 


যদি জু কিপার জানিয়েছেন এই প্রথমবার তিনি এমন আক্রমণের মুখোমুখি হননি। এর আগেও অনেক পাইথন তাঁকে আক্রমণ করেছেন। তেমন বেশ কিছু ভিডিও তিনি পোস্টও করেছেন। ইনস্টায় একটি ভিডিওতে দেখা গিয়েছে ১১৩ কেজি একটি সাপ ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি।