মুম্বই: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কিয়ারা আডবানির সম্পর্কের রসায়নটা ঠিক কী? কতটা গভীরে পৌঁছেছে তাঁদের সম্পর্ক? এই প্রশ্ন বোধহয় সমস্ত নেটাগরিকদের মনেই ঘুরপাক খাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট হলেই কমেন্ট বক্স ভরে যায় জুটির রসায়ন কেন্দ্র করে। সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারা জুটির নতুন ছবি 'শেরশাহ'। ছবিতে বাস্তবের প্রেমের জুটিকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই জুটির অন স্ক্রিন কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ফলে এই ছবি থেকে আরও উস্কে গিয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানির সম্পর্কের জল্পনা। অবশেষে তাঁদের সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ।
সদ্য মুক্তি পেয়েছে 'শেরশাহ'। ছবিতে বাস্তবের নায়ক কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র। এবং ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পল চিমা যিনি ক্যাপ্টেনের মৃত্যুর পরও আজীবন তাঁর বিধবা স্ত্রী হিসেবে সারাজীবন কাটিয়ে চলেছেন, তাঁর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি। এমনিতেই বলিউডের আনাচে কানাচে কান পাতলেই সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কে কথা শোনা যায়। তাই তেমন এক জুটির রসায়ন যখন বাস্তবের সম্পর্ককে পর্দায় ফুটিয়ে তোলে, তখন তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে বৈকি। কিয়ারা আডবানির সঙ্গে এই সম্পর্কের রসায়ন প্রসঙ্গে অভিনেতা জানান যে, তাঁরা দুজনেই এই ছবিতে কাজ করার সময়ে একে অপরের সঙ্গ দারুণ উপভোগ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, 'কিয়ারার কাজের প্রতি সততা, আত্মবিশ্বাস প্রশংসনীয়। ডিম্পল চিমার চরিত্রে ওকে দেখার জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে ছিলাম। কারণ, ওর কাজের প্রতি এতটাই সততা রয়েছে এবং ও চরিত্রের মধ্যে এমনভাবে একাত্ম হয়ে যেতে পারে, তা চোখে পড়ার মতো।'
সিদ্ধার্থ আরও বলেন, 'আমরা দুজনেই অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আর শুধু অন ক্যামেরাই নয়, আমাদের মধ্যে ক্যামেরার বাইরেও সমান বন্ধুত্ব। তাই আমরা একে অপরের সঙ্গে কাজটাও খুবই উপভোগ করি।' যদিও প্রকাশ্যে কখনওই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানি। কিন্তু তাঁদের দুজনকেই বহুবার একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে দেখা গিয়েছে।