নিমডাল দিয়ে দাঁত মাজুন, কাপড়ের স্যানিটারি প্যাড ব্যবহার করুন, প্লাস্টিক বর্জনের পথ বলে দিলেন দিল্লির বিজেপি সাংসদ মীনাক্ষী
Web Desk, ABP Ananda | 06 Sep 2019 06:03 PM (IST)
১৮ শতাংশ নয়, স্যানিটারি প্যাডে ২৮ শতাংশ জিএসটি বসানোর দাবি তুলেছেন বিজেপি নেত্রী
নয়াদিল্লি: প্লাস্টিক বর্জন করতে এবং সবুজ ভারত ফিরে পেতে হাতে করে জল পান করুন এবং নিমডাল দিয়ে দাঁত ব্রাশ করুন। এমনই টোটকা দিলেন বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি। সঙ্গে কাপড়ের স্যানিটারি প্যাড ব্যবহারের আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একটি আলোচনাসভায় যোগ দিয়ে মীনাক্ষী জানান, অন্য দেশকে অনুকরণ করতে গিয়ে ভারতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাতাসে দূষণের পরিমাণ বাড়ছে। প্লাস্টিক নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মীনাক্ষী বলেন, ‘আমাদের গ্লাস বা বোতলই বা কেন দরকার? স্কুলজীবনে হাতে করে জল পান করেছি আমরা। সেটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি কারণ তাতে হাত ধোয়াও হয় আর গ্লাস পরিষ্কার করার জন্য জলের অপচয়ও হয় না।’ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর রাস্তাও বাতলে দিয়েছেন তিনি। মীনাক্ষী বলেছেন, ‘সব্জিবিক্রেতা এলে আমরা বেতের ঝুড়ি নিয়ে যাব। প্লাস্টিক ব্যবহার করব না। দাঁতন ব্যবহারও আমরা বন্ধ করে দিয়েছি। সমস্ত প্লাস্টিকের টুথব্রাশ ডাস্টবিনে যায় এবং তা মাটিতে ফেলে দেওয়া হয়।’ পুরনো জামাকাপড় দিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ ও স্যানিটারি প্যাড তৈরির পরামর্শও দিয়েছেন নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ। মীনাক্ষী বলেছেন, ‘আমার ঠাকুমা, আপনাদের প্রমাতামহরা কাপড়ের এমন স্যানিটারি প্যাড ব্যবহার করতেন যা একবার ব্যবহার করার পর নষ্ট করে দেওয়া যেত। স্যানিটারি প্যাড হিসাবে এগুলোকে যত বেশি ব্যবহার করা যাবে, তত প্লাস্টিক ও পলিমারের প্রতি আসক্তি কমবে।’ মীনাক্ষী আরও বলেছেন, ‘এই পলিমার কত জমি ভরাট করে। কিন্তু কেউ একটা কথাও বলেন না কারণ ব্যাপারটার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। স্যানিটারি প্যাডের ওপর ১৮ শতাংশ জিএসটি চাপানোয় অনেক মহিলা যুদ্ধংদেহি হয়ে উঠেছিলেন। আমার তো মনে হয় ২৮ শতাংশ জিএসটি চাপানো উচিত ছিল। তাতে যদি পলিমারের প্রতি ঝোঁক একটু কমত।’ আগামী ২ অক্টোবর মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকীতে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।