নয়াদিল্লি: মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগ। সঙ্গে ছিল না কোনও নথিভুক্ত কাগজপত্রও। এমনকি মাথায় ছিল না হেলমেট। রাজধানীর চিরাগ দিল্লি এলাকায় আরোহীকে ১৬ হাজার টাকা জরিমানা করল ট্রাফিক পুলিশ। রেগে গিয়ে বাইক জ্বালিয়ে দিলেন আরোহী। এই ঘটনায় রাকেশ নামের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের হয়েছে মালব্যনগর  থানায়।

অতিরিক্ত পুলিশ ডেপুটি কমিশনার (দক্ষিণ) পরবিন্দর সিংহ জানিয়েছেন মালব্যনগর পুলিশ স্টেশনে এমন একটি ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চিরাগ দিল্লির ত্রিবেণী কমপ্লেক্সের সামনে মত্ত আরোহী বাইক জ্বালিয়ে দিয়েছেন। তিনি বলেন, দিল্লির পুলিশ দল যখন ঘটনাস্থলে যায়, তাঁরা দেখেন সেখানে এক বাইক আরোহীকে দাঁড় করিয়ে চেকিং করছে ট্রাফিক পুলিশ। তাঁরাই পুলিশকে জানায়, ওই বাইক আরোহী মদ্যপ ছিলেন। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম রাকেশ। সর্বোদয়া এনক্লেভে তিনি থাকেন। সেখানে হজ খাস নামের একটি রেস্তোরাঁয় কাজ করেন তিনি। মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য ১০ হাজার টাকা, কোনও কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা ও হেলমেট বিহীনভাবে বাইক চালানোয় ১ হাজার টাকা জরিমানা, সবমিলিয়ে ১৬ হাজার টাকার চালান কাটা হয়। এই রাগে বাইকে আগুন ধরিয়ে দেন রাকেশ। তাঁকে কোনও ভাবেই থামাতে পারেননি পুলিশকর্মীরা। পরে তাঁকে মালব্যনগর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।