কলকাতা: আরজি কর কাণ্ডে (R G Kar News) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতার নাম ও পরিচয়। পোস্ট করা হচ্ছে তাঁর ছবি ও ভিডিও। এই আবহে এবার কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি জারি করে বৈদ্য়ুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এই ক্ষেত্রে মানতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা।


 



গত ৯ অগাস্ট আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হতে শুরু নির্যাতিতার নাম ও পরিচয়। শুধু তাই নয়, একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রতিবাদের নামে নির্যাতিতার ছবি, ভিডিও পোস্ট করা হয়। তৈরি করা হয় রিলও। অথচ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম ও পরিচয় কোনওভাবেই প্রকাশ করা যাবে না এই মর্মে স্পষ্ট নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বৈদ্যুতিন মাধ্যম থেকে নির্যাতিতার নাম সহ যাবতীয় পরিচয় যেমন ছবি, ভিডিও দ্রুত মুছতে হবে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই মর্মে পদক্ষেপ নিতে হবে। নির্দেশিকা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। আর প্রবল চাপের মুখে রাতেই পড়ুয়াদের দাবি মেনে আর জি কর মেডিক্যালের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, নবনিযুক্ত সুপার বুলবুল মুখোপাধ্যায় ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ১২ অগাস্ট পদত্য়াগ করেন। নতুন অধ্য়ক্ষের দায়িত্ব দেওয়া হয় সুহৃতা পালকে। এবার তাঁকেও চাপের মুখে ১০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হল। R G কর মেডিক্য়াল কলেজের নতুন অধ্যক্ষ হলেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। আর জি কর মেডিক্যালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন ১১ অগাস্ট। ১১ দিনের মাথায় সরানো হল তাঁকেও। তাঁর জায়গায় উপাধ্যক্ষ করা হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kolkata Fire: মধ্যরাতে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, কলকাতায় ফের বিধ্বংসী আগুন