ঢাকা: বাংলাদেশে এবার রক্ষা পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এল সেখান থেকে। পাশাপাশি, ছবি বিকৃত করার অভিযোগও উঠেছে। জানা যাচ্ছে, বিকৃত করা হয়েছে বিশ্বকবির নামের বানানও। সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন সকলে। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কালি মোছা হয়েছে বলে জানিয়েছে তারা। (Bangladesh News)
বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, কালি লেপে দেওয়া হয়েছে ছবিটির উপর। ছবির নীচে কবির নামও বিকৃত করা হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন সকলে। এই ধরনের ম্যুরাল এবং সৌধের উপর কড়া নজরদারির দাবি জানিয়েছেন জানানো হয়েছে। (Rabindranath Tagore)
রবীন্দ্রনাথের ছবি বিকৃত করার অভিযোগ যেমন সামনে এসেছে, তেমনই ম্যুরাল ও তার পার্শ্ববর্তী এলাকার দীর্ঘদিন কোনও রক্ষণাবেক্ষণও হয়নি বলে জানা যাচ্ছে। অভিযোগ, চারিদিকে আগাছা জন্মে গিয়েছে, অকেজো হয়ে পড়ে রয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি সামেন আসতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর শুক্রবার দুপুরে ম্যুরালের উপর লাগানো কালি মুছে দেয় কুমারখালী প্রশাসন। কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল 'প্রথম আলো'কে বলেন, "ইদের ছুটি চলাকালীন দু'দিন আগে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। তবে কালি মুছে দেওয়া হয়েছে।"
২০১৫ সালে রবীন্দ্রমাথের ওই ম্যুরালটি স্থাপন করা হয় বলে জানা যাচ্ছে। সম্প্রতি দেখা যায়, ম্যুরালে রবীন্দ্রনাথের মুখের উপর কেউ বা কারা কালি লেপে দিয়েছে। ম্যুরালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নামের বানানও বিকৃত করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শোরগোল পড়ে যায়। বাংলাদেশের বিশিষ্টজনেরাও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। আর তাতেই টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
ইদের ছুটিতে এই বিকৃতি ঘটানো হয়েছে বলে দাবি করলেও, স্থানীয়দের দাবি, আগেও একই ঘটনা ঘটে। 'প্রথম আলো'য় সেই নিয়ে মুখ খুলেছেন সদকী ইউনিয়ন পরিষদের সদস্য মসলেমউদ্দিন। তিনি জানিয়েছেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাসখানেক আগেও রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগানো রয়েছে বলে চোখে পড়ে তাঁদের। 'গীতাঞ্জলি স্মারক ফলকে' কালি লাগানোর তীব্র নিন্দা করে এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, যেখানে বসে 'গীতাঞ্জলি'র সিংহভাগ রচনা করেন রবীন্দ্রনাথ, সেখানকার মানুষের মস্তিষ্কের এমন বিকৃতি ঘটল কী ভাবে?