নয়া দিল্লি: লন্ডনে (London) গিয়ে ফের ভারতের (India) পরিস্থিতিকে শ্রীলঙ্কার (Srilanka) সঙ্গে তুলনা করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। সাম্প্রতিক সময়ে পড়শি দেশ শ্রীলঙ্কায় যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই কথা স্মরণ করালেন তিনি। লন্ডনের এক অনুষ্ঠানে ভারতকে নিয়ে এমনই এক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল।  


কী বলেছেন তিনি? 



  • ‘ভারতে প্রতি ক্ষেত্রে কেরোসিন ছড়িয়ে রেখেছে বিজেপি’

  • ‘যে কোনও সময় আগুন ছড়িয়ে পড়তে পারে’

  • ‘ভারতের পরিস্থিতিও শ্রীলঙ্কার মতো হতে পারে’

  • ‘বৃহত্তর জনমানসের মধ্যে ঢুকতে একটি পরিকাঠামো তৈরি করেছে আরএসএস’

  • ‘বিরোধী দল তথা কংগ্রেসকেও এই ধরনের পরিকাঠামো তৈরি করতে হবে’

  • ‘আমাদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে’

  • ‘৬০ থেকে ৭০ শতাংশ মানুষ বিজেপি বিরোধী আমাদের তাঁদের কাছে পৌঁছতে হবে’। 


এদিকে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। গত একমাসে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবার। ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে আর্থিক সংকটে দেশটির কাছে ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় ছিলো। কিন্তু তা সে সময় অতিক্রম হলেও ৭৮ মিলিয়ন ডলারের ঋণ দিতে পারেনি দেশটি। 


আরও পড়ুন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র আর বিপ্লব দেব একই ব্র্যাকেটে ! ত্রিপুরার শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক


প্রধানমন্ত্রী রাজাপক্ষে পদত্যাগের পরেও সংঘর্ষ থামছে না। কাটছে না শ্রীলঙ্কার সংকট। দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কার পুলিস। রাজধানী-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে সংবাদসংস্থা সূত্রে খবর। 


অন্যদিকে, SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল। আজই তাঁদের লন্ডন যাওয়ার কথা ছিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে ২৩ ও ২৪ মে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির জেরে লন্ডন সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর সূত্রের।