নয়াদিল্লি : ফের ভোট চুরির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একযোগে নিশানা শানালেন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বড়সড় জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তাঁর। সে রাজ্যে মোট ভোটের ১২ শতাংশ বা ২৫ লক্ষ জাল ভোট হয়েছে বলে দাবি করেন তিনি। যে অভিযোগকে "১০০ শতাংশ প্রমাণ" বলে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ। "সিস্টেমেটিক ম্যানিপুলেশনের" জেরে কংগ্রেসের জয় পরাজয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ তাঁর।
রাহুল বলেন, "হরিয়ানায় ২ কোটি ভোটার আছে। তার মধ্যে ২৫ লক্ষ জাল।" রাজধানীতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেন, ৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করেছে তাঁর দল। রাহুলের অভিযোগ, "হরিয়ানায় প্রত্যেক আট ভোটারের মধ্যে একজন জাল।" তিনি ভোটার তালিকায় কথিত অসঙ্গতি স্লাইড দেখিয়ে উপস্থাপন করেন, যার মধ্যে একটি আকর্ষণীয় উদাহরণ টেনে এনে দাবি করেন, ব্রাজিলিয়ান মডেলের ছবি সীমা, সুইটি এবং সরস্বতীর মতো বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে একাধিক ভোটার আইডিতে। অভিযোগ করা হয়েছে যে, এই পরিচয়ে ২২ বার ভোট দেওয়া হয়েছে। রাহুল বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার জন্য "পরিকল্পিত অপারেশন" চালানোর অভিযোগ তুলেছেন।
রাহুল বলেন, "সমস্ত (এক্সিট) পোল কংগ্রেসের জয়ের দিকে ইঙ্গিত করেছিল (হরিয়ানায়)... আমাদের কাছে অবাক করার মতো আরও কিছু বিষয় ছিল যে, হরিয়ানার নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো, পোস্টাল ভোট প্রকৃত ভোটের চেয়ে আলাদা ছিল... হরিয়ানায় এর আগে কখনও এমনটা ঘটেনি। তাই, আমরা ভাবলাম বিস্তারিত জানা যাক। যখন আমি প্রথম এই তথ্যটি দেখি যা আপনি দেখতে যাচ্ছেন, তখন আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম...আমি টিমকে বারবার ক্রস-চেক করতে বলেছিলাম।"