নয়াদিল্লি: উন্নয়নহীন একশো দিন! দ্বিতীয় মোদি সরকারের ১০০ দিন পূর্তিতে এইভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। রবিবার টুইট করে তীব্র বিদ্রুপ করেন রাহুল।


পুনর্নিবাচিত হওয়ার পর রবিবার ১০০ দিন পূর্ণ করেছে মোদি সরকার। সকাল থেকেই বিজেপির তরফ থেকে ১০০ দিনের বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পাশ, ইউএপিএ আইনের সংশোধন-সহ একাধিক দৃষ্টান্তমূলক কাজ দিনভর প্রচার করছে বিজেপি।

এমনকী, হরিয়ানাতে গিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০০ দিনে সরকার যা করেছে তা ৭০ বছরে হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও সাংবাদিক সম্মেলন করে ১০০ দিনের খতিয়ান পেশ করে সরকারের সাফল্যের কথা জানিয়েছেন।

কিন্তু কংগ্রেসের তরফে কটাক্ষ করা হয়েছে দ্বিতীয় মোদি সরকারের কাজের। অর্থনীতির বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল ও কংগ্রেস নেতৃত্ব। রাহুল টুইট করেন, ‘বিকাশহীন একশোদিনের জন্য মোদি সরকারকে অভিনন্দন। এই একশো দিনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত অর্থনীতিকে তুলে ধরতে যে উদ্যোগে প্রয়োজন, তার কোনও পরিকল্পনাই নেই।’



রাহুলের পাশাপাশি টুইটারে আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা গাঁধীও। তাঁর টুইট, ‘বিজেপি সরকার একশোদিন উদযাপন করছে। কিন্তু গাড়িশিল্প, খনি সব ধ্বংস হয়ে যাচ্ছে।’

কপিল সিব্বল অভিযোগ করেছেন, সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমকেও বিঁধেছেন তিনি।



কংগ্রেস থেকেও তীব্র বিদ্রুপ করে টুইট করা হয়েছে। লেখা হয়েছে, ‘৮টি ক্ষেত্রে বৃদ্ধির হার ২ শতাংশেরও কম। তবু আমাদের অর্থমন্ত্রী মানবেন না যে দেশের অর্থনীতি বিপাকে।’