সুরত: মোদি পদবী নিয়ে মন্তব্যে দোষী সাব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৯ সালের মানহানি (অপরাধমূলক) মামলায় দোষী সাব্যস্ত রাহুল। বৃহস্পতিবার রায় শোনাল গুজরাতের সুরতের জেলা আদালত। কড়া নিরাপত্তায় এ দিন সকালে আদালতে পৌঁছন রাহুল। তাঁর উপস্থিতিতেই রায় শোনাল আদালত (Defamation Case)। আদালত রাহুলকে দু'বছরের সাজা শোনায়। তাতে সাংসদ পদ খোয়াতে পারতেন রাহুল। সাজা কমানোর আবেদন জানিয়েছিলেন রাহুল নিজেও। তাঁর মন্তব্যে কারও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেন তিনি। যদিও সেই পরিস্থিতি উপস্থিত হয়নি। আদালতে জামিনও মঞ্জুর হয়েছে রাহুলের (Rahul Gandhi Defamation Case)।


'কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদী হয় কী করে'? প্রশ্ন করেছিলেন রাহুল


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, "কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদী হয় কী করে?"



আরও পড়ুন: Rahul Gandhi: মোদি পদবী নিয়ে কটাক্ষ, মানহানি মামলায় দোষী, সাময়িক জামিন পেলেন রাহুল


রাহুলের এই মন্তব্যেই বিতর্ক বাধে। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। তাতে রাহুলের বিরুদ্ধে (অপরাধমূলক) মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।


ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা


এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে এই মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন রাহুল। নিজের বয়ান রেকর্ড করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতাই করেন রাহুল।