সুরত: মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য। চার বছর পুরনো মামলায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে আদালতে দোষী সাব্যস্ত হলেও, জামিন পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ। তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল। তাঁর উপস্থিতিতেই রায় দেয় আদালত। তবে ৩০ দিনের জন্য জামিন মঞ্জুর হয়েছে রাহুলের। জেলা আদালতের রায়কে তার মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি। আদালত দু'বছরের সাজা শুনিয়েছে রাহুলকে। তাতে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে (Rahul Gandhi Defamation Case)।


আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল


এ দিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল। আদালত চত্বরে ভিড় জমান কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরাও। রাহুলের সমর্থনে সরব হন তাঁরা। হাতে ছিল পোস্টারও। তাতে রাহুলকে 'শের-ই-হিন্দুস্তান' অর্থাৎ সিংহের সঙ্গে তুলনা করা হয়। বিজেপি কর্মীরা বলেন, "বিজেপি-র স্বেচ্ছাচারিতার সামনে মাথা নোয়াবে না কংগ্রেস।"


এই মামলায় গত সপ্তাহে জেলা ম্যাজিস্ট্রেট এইচএইচ বর্মার তত্ত্বাবধানে শুনানি শেষ হয়। কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াড়িওয়ালা জানান, সত্যের কণ্ঠরোধ করা হচ্ছে। রাহুলের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ন্যায় বিচার পাবেন বলে বিশ্বাস করেন তাঁরা।



আরও পড়ুন: Rahul Gandhi: মোদি পদবী নিয়ে কটাক্ষ, গুজরাত আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, "কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদি হয় কী করে?"


রাহুলের এই মন্তব্যেই বিতর্ক বাধে। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। তাতে রাহুলের বিরুদ্ধে (অপরাধমূলক) মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।


বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন


এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে এই মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন রাহুল। নিজের বয়ান রেকর্ড করেছিলেন। ভারতীয় দণবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতাই করেন রাহুল।