নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বড়সড় স্বস্তির পরই বিশেষ বার্তা দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতার বার্তা, 'যাই হোক না কেন, আমি আমার কর্তব্যে অবিচল থাকব। ভারতের ভাবধারাকে রক্ষা করব।'


প্রসঙ্গত, মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে রাহুল গাঁধী (Rahul Gandhi) স্বস্তি পেয়েছেন। রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুরাত আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফিরছে রাহুল গাঁধীর সাংসদ পদও। যে মামলায় রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাত আদালত। নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তি দিলেও, তার কারণ ব্যাখ্যা করেনি, মন্তব্য সুপ্রিম কোর্টের।


যে রায়ের পরই ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া কংগ্রেসের। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে উৎসব, উল্লাসেও মাতেন কংগ্রেসের (Congress) কর্মী-সমর্থকরা।


রাহুল গাঁধীর সাংসদ পদ ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুপ্রিম কোর্টের যে রায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্ডিয়ার ভাবনাকে আরও জোরদার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'রাহুল গাঁধীর সাংসদ পদ ফেরার খবরে খুশি। এই রায়ের ফলে দেশমাতাকে বাঁচানোর জন্য তৈরি ইন্ডিয়া জোট আরও জোরদার হবে। পাশাপাশি এই ঘটনা দেশের বিচারব্যবস্থারও বড় জয়। '


 






 


২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে রাহুল বলেছিলেন, 'কেন সব চোরের পদবি মোদি হয় ?' গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি তাতে রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন। চার বছর পুরনো সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে গুজরাতের আদালত। সাংসদ পদ বাতিল হয় রাহুলের। হাতছাড়া হয় সরকারি বাসভবনও। এর পরিপ্রেক্ষিতে গুজরাত হাইকোর্টেও আবেদন জানান তিনি। দণ্ডাদেশে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। কিন্তু গুজরাত হাইকোর্টে তাঁর সেই আবেদন গৃহীত হয়নি। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সুপ্রিম কোর্টের শেষমেশ মিলল স্বস্তি।         


আরও পড়ুন- 'বেসরকারি স্কুলের সামনে পুলিশ থাকে, বারবার বলেও আমাদের স্কুলের সামনে নিরাপত্তা নেই' ফুঁসে উঠলেন প্রধান শিক্ষক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial