নয়াদিল্লি: ফের অপরাধমূলক মানহানি মামলা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এ বার মামলা করলেন বিনায়ক দামোদর সাভরকরের পৌত্র সাত্যকি সাভারকর। লন্ডনে হিন্দুত্ববাদী দাদুর বিরুদ্ধে রাহুল মিথ্যে অভিযোগ তুলেছেন বলে দাবি সাত্যকির। রাহুল সাভারকরকে অপমান করেছেন বলে অভিযোগ তাঁর।


ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন সাত্যকি, তাতে জরিমানা থেকে সর্বোচ্চ দু’বছরের সাজার বিধান রয়েছে। বুধবার মহারাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করেছেন সাত্যকি। এখনও পর্যন্ত মামলার ক্রমাঙ্ক পাননি তিনি। শনিবার তা মিলবে বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।


রাহুলের বিরুদ্ধে মামলার কথা নিজেই জানিয়েছেন সাত্যকি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমার প্রয়াত দাদু বিনায়ক দামোদর সাভারকরের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। ওঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছি। আজ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক অনুপস্থিত ছিলেন আদালতে। শনিবার ফের যেতে বলা হয়েছে। ওই দিন মামলার ক্রমাঙ্ক মিলবে’।



আরও পড়ুন: Corona Virus: দেশে ফের করোনা-আতঙ্ক! একদিনে সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের বেশি


সাত্যকি জানিয়েছেন, লন্ডনে ভারতীয়দের একটি সমাবেশে সাভারকরকে নিয়ে মন্তব্য করেন রাহুল। সাত্যকির কথায়, ‘রাহুল গান্ধী বলেছেন, পাঁচ-ছ’জন বন্ধুর সঙ্গে মিলে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে আনন্দ পেয়েছেন বলে নাকি একটি বইয়ে লিখেছিলেন সাভারকর। কাপুরুষের মতো আচরণ নয় কি, জানতে চেয়েছিলেন রাহুল। আসলে কল্পকথা শুনিয়েছেন রাহুল। এমন কোনও ঘটনা ঘটেনি। সাভরকর গণতন্ত্রে বিশ্বাস করতেন। বিজ্ঞানমনস্ক ছিলেন। মুসলিমদেরও বিজ্ঞানমনস্ক হতে বলতেন’।


সাত্যকির দাবি, মিথ্যে এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন রাহুল।  সাভরকরকে অপমান করেছেন। তাই হাত গুটিয়ে বসে থাকতে পারেননি তিনি। অপরাধমূলক মানহানির মামলা করেননি। রাহুলের মন্তব্যের ভিডিও-ও তাঁর কাছে রয়েছে বলে জাবি সাত্যকির।


রাহুলের বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে। সম্প্রতি তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ললিত মোদি, নীরব মোদি এবং নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তিনি। তাতে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের হয় চার বছর আগেই। সম্প্রতি সেই মামলায় গুজরাতের সুরতের একটি আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। সাজা শোনানো হয় দু’বছরের। সাংসদ পদও চলে যায় রাহুলের। আপাতত জামিনে রয়েছেন রাহুল।