নয়াদিল্লি : ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে একজোট বিরোধীরা। আজও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোট। SIR-এর প্রতিবাদে স্লোগান, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। গতকাল বিরোধীদের কমিশন অভিযান ঘিরে তুলকালাম হয়েছিল রাজধানীর বুকে। এরপর এদিন অর্থাৎ বাদল অধিবেশনের সপ্তম দিনেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা হয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। '124 Not Out' লেখা টি-শার্ট পরে প্রতিবাদ জানান একাধিক সাংসদ।

কিন্তু, কেন এরকম লেখা ? কারণ, বিহারের ভোটার তালিকায় মিনতা দেবী নামে এক মহিলার নাম ওঠা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা অনুসারে তাঁর বয়স ১২৪ এবং প্রথমবার তালিকায় তাঁর নাম উঠেছে বলে অভিযোগ কংগ্রেসের। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগে ওই মহিলার ছবি দেওয়া টিশার্ট পরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। পোশাকে সামনের অংশে মিনতা দেবীর ছবি। পিছনে লেখা '১২৪ নট আউট'। এদিকে SIR ইস্যুতে এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

তিনি বলেন, "আমরা সংবিধানকে রক্ষা করছি। এক ব্যক্তি এক ভোট সংবিধানের ভিত্তি। এক ব্যক্তি এক ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু ওরা ওদের কর্তব্য পালন করেনি। আমরা সংবিধানকে রক্ষা করছি এবং আমরা এটা করে যাব।" 

 

তাঁর সংযোজন, "একাধিক আসন রয়েছে। জাতীয় স্তরে খুব পদ্ধতিগতভাবে এটা করা হয়েছে। নির্বাচন কমিশন এটা জানে, আমরাও জানি। আগে কোনও প্রমাণ ছিল না, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ আছে...আমরা সংবিধান রক্ষা করছি, আর আমরা এটা করে যাব। আমরা থামব না।"