বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতার আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে চাঁছাছোলা আক্রমণে রাহুল গাঁধী (Rahul Gandhi)। সোমবার সেই আক্রমণের সুরকে আরও উঁচু তারে বাঁধালেন রাহুল। পাল্টা জবাব দিতে ময়দানে নামতে হল স্বয়ং নরেন্দ্র মোদি-অমিত শাহকে।
হাতে দেবতাদের ছবি নিয়ে আক্রমণ শানালেন রাহুল গাঁধী। লোকসভার (Parliament Session) বিরোধী দলনেতা বললেন, 'যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা, হিংসা, হিংসা। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। অসত্য়, অসত্য়, অসত্য়। হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে, সত্য়ের সঙ্গে থাকা উচিত। সত্য় থেকে পিছু হঠা উচিত নয়। সত্য়কে ভয় পাওয়া উচিত নয়। অহিংসা আমাদের প্রতীক।' তিনি আরও বলেন, 'সব ধর্ম এবং আমাদের মনীষীরা অহিংসা এবং অকুতোভয়তার কথা বলেন। কিন্তু যাঁরা নিজেদের হিন্দু বলেন তাঁরা খালি হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন, মিথ্যে বলেন- আপনারা হিন্দু নন।'
যা নিয়ে সংসদে মুখ খোলেন খোদ নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর জবাব, 'এই বিষয়টা অত্যন্ত গুরুতর। পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা অত্যন্ত গুরুতর বিষয়।'
যার পাল্টা দেন রাহুল গাঁধীও। নরেন্দ্র মোদি-বিজেপি এবং আরএসএস পুরো হিন্দু সমাজকে প্রতিনিধিত্ব করে না বলে তোপ দাগেন। রাহুল বলেন, 'না... নরেন্দ্র মোদি পুরো হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। RSS পুরো হিন্দু সমাজ নয়।'
বিরোধী দলনেতার পদে বসার পর থেকেই, নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল। সোমবার মোদির সামনেই বিজেপিকে হিন্দু ধর্মের পাঠ দিতে দেখা গেল তাঁকে। এদিন সংসদের ভিতরে তুলে ধরলেন ভগবান শিবের ছবি। প্রধানমন্ত্রীর পুরনো বক্তব্য়ের প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন মোদিকে। রাহুল গাঁধী বলেন, 'প্রধানমন্ত্রী, যাঁর সঙ্গে সরাসরি ঈশ্বরের যোগাযোগ আছে। পরমাত্মা সরাসরি মোদিজির আত্মার সঙ্গে কথা বলেন। আমরা সবাই বায়োলজিকাল। আমরা জন্মাই, মারা যাই। প্রধানমন্ত্রী বায়োলজিকাল নন। প্রধানমন্ত্রী বলেন, গাঁধী মৃত। গাঁধীকে পুনরুজ্জীবিত করে তুলেছে একটি সিনেমা। আপনারা কি উপেক্ষাটা বুঝতে পারছেন? গাঁধী মৃত, একটি সিনেমা তাঁকে পুনরুজ্জীবিত করেছে।'
অভয়মুদ্রা দেখালেন রাহুল:
ভগবান শিবের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, 'ভগবান শিব বলেন ভয় পেয়ো না, ভয় দেখিও না। অভয়মুদ্রা দেখান। অহিংসার কথা বলেন। ত্রিশূল মাটিতে গেঁথে দেন। আর যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা, হিংসা, হিংসা।'
রাহুলকে আক্রমণ করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। তাঁর তোপ, 'বিরোধী দলনেতা নির্দিষ্ট করে বলেছেন, যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা হিংসা ছড়ান। তাঁর কথা ছিল--- যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা হিংসার কথা বলেন। হিংসা ছড়ান। উনি হয়তো জানেন না, এই দেশে কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলেন। গর্বের সঙ্গে হিন্দু বলেন। তাঁরা সবাই কি হিংসার কথা বলেন?' রাহুলের মন্তব্য়ের জন্য রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি জানান শাহ। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলন করে তোপ দেগেছেন। তাঁর দাবি, 'হিন্দু সমাজকে অপমান করেছেন রাহুল। এটা প্রথম নয়, এটা কংগ্রেসের পুরনো পদ্ধতি...আজ রাহুল গাঁধী বিরোধী দলনেতার পদে অমর্যাদা করলেন।' X-হ্য়ান্ডেলে পোস্ট করে তোপ দেগেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর অভিযোগ, 'সব হিন্দুকে হিংস্র বলেছেন বিরোধী দলনেতা রাহুল গাঁধী। হিন্দুদের প্রতি কংগ্রেসের ঘৃণা প্রকাশ পেয়েছে।'
শুধু হিন্দু-মন্তব্য়ই নয়। এদিন অগ্নিবীর থেকে কৃষকদের MSP- সব নিয়েই বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেছেন রাহুল গাঁধী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়...সুপারিশ করুন রাজ্যপাল', দাবি শুভেন্দুর