কলকাতা: চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। ৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত।' তাঁর আরও দাবি, কাশ্মীরে সফল অফিসারের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া উচিত। রাজ্যে যখন একের পর এক সালিশি সভা এবং গণপিটুনির অভিযোগ উঠছে, তখনই এমন দাবি শুভেন্দুর।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি নিয়ে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোগীর পরিজনের উপর লাঠিচার্জ পুলিশের! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার!