কলকাতা: বিহারে NDA ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ১৯০টিতেই এগিয়ে NDA। বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাজোট'। ২৪৩টির মধ্যে NDA একাই ১৯০টি আসনে এগিয়ে। এখনও পর্যন্ত কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ৫। এ প্রসঙ্গে কংগ্রেস মূলত রাহুল গান্ধীকে উপহাস করলেন কর্ণাটকের বিজেপি নেতা। SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। গতবারের তুলনায় আসন বাড়িয়ে দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের পথে নীতীশ।                                           

Continues below advertisement

২০২৫ সালের বিহার নির্বাচনের ফলাফলে এনডিএ-র বিরাট জয়ের ট্রেন্ড প্রসঙ্গে কর্ণাটকের বিজেপি নেতা আর. অশোক রাহুল গান্ধীকে 'হারের সেঞ্চুরির পথে রাহুল গান্ধী" এই মন্তব্যে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে কংগ্রেস তাদের ব্যর্থতা লুকানোর জন্য "ভোট চুরির" একটা আখ্যান তৈরি করেছে কারণ ভোটাররা প্রধানমন্ত্রী মোদি এবং নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএকে সমর্থন করেছেন।

বিহারে দশমবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার দৌড়ে জোর লড়াই ২ শরিক JDU, BJP-র। আগের বারের তুলনায় RJD-র শক্তি কমল অর্ধেকেরও বেশি। বিহারে বামেদের চেয়েও পিছিয়ে কংগ্রেস।                                        

Continues below advertisement

বিরোধীদলীয় নেতা আর. অশোক এক্স-এ বলেছেন, "রাহুল গান্ধীকে অভিনন্দন, যিনি পরাজয়ের শতাব্দীর দিকে এগিয়ে যাচ্ছেন। আকাশেরও তাঁরা গুনতে পারা যায়, কিন্তু রাহুল গান্ধীর কারণে কংগ্রেস কত নির্বাচনে হেরেছে তার হিসাব রাখা কঠিন"।                                         

কংগ্রেস দল ভালোভাবেই জানত যে "জঙ্গলরাজের কুখ্যাতির জন্য পরিচিত আরজেডি-কংগ্রেস মহাগঠবন্ধন" বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে পরাজিত করতে পারবে না, যা "সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে জনসাধারণের অনুমোদন" অর্জন করেছে। এই কারণেই রাহুল গান্ধী মানুষকে বিভ্রান্ত করতে এবং লজ্জা এড়াতে 'ভোট চুরি'র কল্পকাহিনী তৈরি করেছেন," তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা।