পটনা : SIR-এর পর বিহারে প্রথম বিধানসভা নির্বাচন। সকাল থেকেই সকলের নজর পাটলিপুত্রর কুর্সি কার। বিহারে ২৪৩টি বিধানসভা আসন, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। অর্থাৎ ১২২ পেরিয়ে গেলেই সেই পার্টি সংখ্যা গরিষ্ঠ। এক্কেবারে পোস্টাল ব্যালট থেকেই কিছুটা এগিয়ে ছিল বিজেপি। বেলা যতই গড়াচ্ছে ঝুলি ভরছে পদ্মের। নীতীশ কুমারের হাসি হচ্ছে চওড়া। সব বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় এগিয়ে রাখা হয়েছিল NDA-কে । আর গণনা শুরু দুই ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেল এনডিএ।
ম্যাজিক ফিগার
সকাল ১০ টার হিসেব বলছে, বিহারে ভোট গণনায় একতরফাই এগিয়ে চলেছে NDA। এগিয়ে থাকার নিরিখে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে রয়েছে এনডিএ। প্রথমে হাড্ডাহাড্ডি অবস্থা থাকলেও, তেজস্বী-বাম-কংগ্রেসের মহাজোট ক্রমেই গেল পিছিয়ে। এগিয়ে থাকার নিরিখে একক গরিষ্ঠ দল হল JDU। ৭৫ এরও বেশি আসনে এগিয়ে রয়েছে নীতীশের দল। কোন আসনে এগিয়ে কে
এগিয়ে থাকা আসনের নিরিখে ২ নম্বরে বিজেপি, তিন নম্বরে রয়েছে কংগ্রেস। NDA-র তুলনায় অর্ধেকেরও কম আসনে এগিয়ে রয়েছে তেজস্বী-বাম-কংগ্রেসের মহাজোট। আসনের ভিত্তিতে জেনে নেওয়া যাক, কোন কোন উল্লেখযোগ্য প্রার্থী এগিয়ে বা পিছিয়ে। গণনায় লখিসরাই কেন্দ্রে পিছিয়ে উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা। রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে পিছিয়ে তেজপ্রতাপ যাদব। আলিনগরে এগিয়ে NDA প্রার্থী মৈথিলী ঠাকুর। গয়া কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রেম কুমার। তারাপুর কেন্দ্রে পিছিয়ে NDA প্রার্থী সম্রাট চৌধরী। মোকামায় এগিয়ে JDU প্রার্থী অনন্ত সিংহ।
বিহারে মোট বিধানসভা আসন ২৪৩টি। ম্যাজিক ফিগার ১২২। সেই ম্যাজিক ফিগার পার করার পথে সকাল ১০ টার মধ্যেই পৌছে গেল এনডিএ। সেই ট্রেন্ডই এগিয়েছে। ফের একবার, বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমারই। রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, অভাবনীয় জয় পেলেন তিনি। ধারে কাছে টিকতে পারল না বিরোধীদের মহাজোট। ঘরের মাঠেই হারলেন খোদ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। কোনও ফ্য়াক্টর হতে পারল না প্রশান্ত কিশোরের দল 'জন সুরাজ' পার্টি। দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করে নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার অভি জিন্দা হ্যায়।