নয়াদিল্লি:  রাহুলের পোষা কুকুরের সঙ্গে এক প্লেট থেকে বিস্কুট নাকি  দেওয়া হত কংগ্রেস নেতাদের ! তা  তাঁরা খেতেনও । খেতে চাননি হিমন্ত । হিমন্তর অভিযোগ ছিল, তিনি  যখন কংগ্রেসে ছিলেন তাঁকে বসিয়ে রেখে রাহুল তাঁর পোষা কুকুর পিডির সঙ্গে খেলছিলেন । শুধু তাই নয়, পিডির জন্য বরাদ্দ বিস্কুটের প্লেট থেকেই নাকি তাঁদের অফার করা হয়। তিনি তা খাননি। এবং পদত্যাগও করেন। প্রাক্তন-দলের সঙ্গে শেষ পর্যায়ের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে একাধিকবার বিভিন্ন মহলে এই গল্প শুনিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আবারও সেই তিক্ত স্মৃতির কথা বললেন সম্প্রতি ভাইরাল হওয়া রাহুল গাঁধীর একটি ভিডিও দেখে। 


অসমের মুখ্যমন্ত্রী রীতিমতো একহাত নিয়েছেন রাহুলকে। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুলের একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে রাহুলকে দেখা যায় একটি কুকুরকে আদর করতে। তারপর তিনি তাঁকে একটি বিস্কুটও খাওয়াতে যান। কিন্তু কুকুরটি সেটি খায়নি। তখন সেই বিস্কুটটি পাশে দাঁড়িয়ে থাকা একজনের হাতে দিয়ে দেন বলে ভিডিওয় দেখা যায়। আর সেই ভিডিও ঘিরেই বিতর্ক উঠেছে চরমে। যে বিস্কুট কুকুর খেল না, তা তিনি সমর্থককে দিলেন? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 


 






ভিডিওটি ঝাড়খণ্ডের।  ভাইরাল ভিডিওতে দেখা যায় রাহুল একটি কুকুরছানাকে আদর করছেন। রাহুলের পোষ্য-প্রীতির কথা অনেকেই জানেন। পাশে দাঁড়িয়ে ছিলেন কর্মী সমর্থকরা। তাঁদের কারও থেকেই  কংগ্রেস নেতা এক প্যাকেট বিস্কুটের চান। সেই বিস্কুট তিনি কুকুরটিকে দেন। কুকুর ছানাটি অবশ্য বিস্কুট না খেয়ে  সরে যায়। তখনই দেখা যায়, রাহুল একজন সমর্থকের হাতে বিস্কুটটি তুলে দিচ্ছেন । আদলে ঘটনাটি কী ঘটেছিল বলা মুশকিল। তবে বিরোধীরা বিষয়টিকে নেতিবাচক দিক থেকেই ব্যাখ্যা করা শুরু করেন। 


ভারত জোড়ো ন্যায় যাত্রার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অবশ্য কুকুরছানাকে বিস্কুট খাওয়ানোর ভিডিওটি নেই। কিন্তু অন্যান্য ক্যামেরা থেকে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। রাহুলের এই বিস্কুট ভিডিও এখন ভাইরাল । অনেকের অভিযোগ এই কাজ করে কংগ্রেস নেতা তাঁর সমর্থক এবং দলীয় কর্মীদের অপমান করেছেন। কেউ কেউ আবার বলেছেন, কুকুরছানাটি এক সমর্থকের ছিল। তিনি রাহুলের সঙ্গে  কথা বলছিলেন । 


রাহুলের নিন্দে করা এক ভিডিও শেয়ার করেছেন পল্লবী নামের এক ব্যবহারকারী। তাঁর পোস্ট শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ' শুধু রাহুল গাঁধীই নয়, পুরো পরিবার আমাকে সেই বিস্কুট খেতে দিতে পারেনি। আমি একজন গর্বিত অহমিয়া এবং ভারতীয়। আমি সেই বিস্কুট খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম' 


ভাইরাল ভিডিওটি শেয়ার হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাহুল বিরোধীরা এই ভিডিওটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেন,' একটি দলের বিলুপ্ত হওয়া স্বাভাবিক, যখন তার রাজপুত্র দলের কর্মীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে।'