কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্নার ( TMC Dharna ) চতুর্থ দিনেও, সেখানে দেখা গেল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ( Abhishek Banerjee ) । লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে এমন এক গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে কেন দেখা গেল না, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এই নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। এই আগুনেই ঘি ঢালছে সায়নী ঘোষের (Saayoni Ghosh) মন্তব্য। কুণাল ঘোষও দিয়েছেন ব্যাখ্যা।
সামনে লোকসভা ভোট। তার আগে কি তৃণমূলে অল ইজ ওয়েল নেই? এই প্রশ্নটাই পাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। সোমবার ছিল এই ধর্নার চতুর্থ দিন। তা সত্ত্বেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা এই কর্মসূচির ধারেকাছে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে!
প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই ধর্নায় বসার হুঁশিয়ারি দিতেই, রাজভবনের সামনে নিজের ধর্না প্রত্য়াহার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। তিনি বলেছিলেন, দলনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি তাঁর ধর্না কর্মসৃচি প্রত্যাহার করেছিলেন। অভিষেক বলেন, 'আমার দলনেত্রী তাঁর যা নির্দেশ, তাঁর যা আদেশ, আমার কাছে শিরোধার্য।'
এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় অভিমানী? লোকসভা ভোটের আগে কি নিজেকে 'গুটিয়ে নিচ্ছেন' অভিষেক? জল্পনা আরও বাড়িয়েছে এই মঞ্চ থেকেই যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্য়। 'আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা আলাদা কর্মসূচি ছিল। সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকমভাবেই আমরা প্রত্যক্ষ এসেই যে সাপোর্ট করতে হবে, এরকম কোনও ব্যাপার নেই'
তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি। কারণ, সংসদ চলছে। ওনার চোখেরও একটা সমস্যা রয়েছে। এটা একটা বড় কারণ এজন্যই দেখা যায়নি এর অন্য কোন ব্যাখ্যা নেই।'
রবিবার, ইঙ্গিতপূর্ণভাবে সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন যিনি তৃণমূলের ডিজিটাল সেল দেখভাল করেন সেই, অদিতি গায়েন লেখেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়!
গত বছরের নভেম্বর লোকসভা ভোটের আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচির মঞ্চও ছিল মমতা-ময়। মঞ্চে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। যা নিয়ে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছিলেন কুণাল ঘোষ। আর এবার অভিষেক এলেনও না।
আরও পড়ুন :
অ্যান্টিবায়োটিক ব্যবহারে নতুন গাই়ডলাইন রাজ্যে, কী কী নয়া নিয়ম