নয়াদিল্লি: আন্দোলনরত কৃষকদের সমর্থনে আগামীকাল সকাল ১০টা ৪৫-এ বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দেবেন রাহুল গাঁধী। এই ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি জমা দেবেন তিনি। কংগ্রেস এমপি কে সুরেশ বুধবার প্রাক্তন দলীয় সভাপতির এই কর্মসূচি ঘোষণা করে বলেন, কৃষকদের তোলা ইস্যুগুলির মীমাংসায় বিরোধী নেতাদের পাশাপাশি রাহুল গাঁধীও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি বা সরকারের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি। তাই কাল রাহুল গাঁধী কংগ্রেস এমপিদের নিয়ে বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন যাবেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষক আন্দোলন মীমাংসায় তাঁর হস্তক্ষেপ চেয়ে প্রায় ২ কোটি লোকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেবেন তাঁকে।
গত ২৬ নভেম্বর থেকে হাজার হাজার কৃষক তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে অবস্থানে বসেছেন। তাঁদের সঙ্গে বেশ কয়েক দফা সরকারের আলোচনার পরও সমাধানসূত্র বেরয়নি। ৮ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। কিন্তু তার একদিন পরই কৃষকরা কেন্দ্রের পাঠানো প্রস্তাব বাতিল করে দেন। সঙ্কট মোচনে ফের রবিবার বৈঠক ডেকেছে কেন্দ্র।
কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতিকে কাল ২ কোটি লোকের সই সম্বলিত স্মারকলিপি দেবেন রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2020 10:12 PM (IST)
কংগ্রেস এমপি কে সুরেশ বুধবার প্রাক্তন দলীয় সভাপতির এই কর্মসূচি ঘোষণা করে বলেন, কৃষকদের তোলা ইস্যুগুলির মীমাংসায় বিরোধী নেতাদের পাশাপাশি রাহুল গাঁধীও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি বা সরকারের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -