কুলপি: করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। কবে হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু, তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি। বুধবার এইভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কুলপির সভা থেকে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা। একইসঙ্গে রাজ্য পুলিশকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, একটা লাল ডায়েরি দিয়ে যাব। ওটায় লিখে রাখুন, কোন কোন অফিসার মিথ্যা কেস দিয়েছে। সেই কেস লড়তে কোর্টে কত খরচ হয়েছে। ক্ষমতায় আসার পর সব সুদে আসলে উসুল করব। দরকার হলে জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে। জে পি নাড্ডার কনভয়ে হামলা করল। কত গাড়ি ভাঙল। সব উসুল করা হবে।
এদিন তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। কিন্তু, তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কবে যাবে সবাই জানে। কী জানেন তো? কবে যাবে তৃণমূল? জনতার চিৎকার ভেসে এলো, ‘একুশে’। দিলীপ ঘোষ বলেন, দিদিমণি ১১ সাল বলেছিলেন বদলা নয়, বদলা চাই। তারপর এসে সন্ত্রাস করেছেন। আমরা ওই রকম দু’নম্বরি কথা বলব না। আমরা বলছি একুশে সরকারে এসে বদলাও হবে, বদলও হবে। সব হিসাব হবে, সব।
এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ হাজার টাকা করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়েছেন। সরাসরি ট্যাব দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এতেও দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন, ওই তালিকাতেও দুর্নীতি হবে। বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। তার আগেই মুখে লাগামহীন আক্রমণে মেতে উঠেছে সব দল। পাল্টা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন সৌগত রায়। এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, দিলীপ ঘোষ ষাঁড়ের মতো। সকালে বেরিয়েই গুঁতোতে শুরু করছে।
“তৃণমূলের ভ্যাকসিন বিজেপি,” কটাক্ষ দিলীপের, “উনি তো ষাঁড়ের মতো” পাল্টা সৌগত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2020 07:51 PM (IST)
বিজেপি রাজ্য সভাপতি বলেন, একটা লাল ডায়েরি দিয়ে যাব। ওটায় লিখে রাখুন, কোন কোন অফিসার মিথ্যা কেস দিয়েছে। সেই কেস লড়তে কোর্টে কত খরচ হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -