নয়া দিল্লি: বিজ্ঞানসম্মত উপায়ে ভাইরাসের গতিবধির ওপর নজর রাখুন। না হলে আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরবে করোনা। চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
নিয়ন্ত্রণে আসছে না দেশের কোভিড পরিস্থিতি। উল্টে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনার গ্রাফ। এবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ। চিঠি লিখে মোদিকে তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার যদি ভাইরাস রুখতে পূর্ণ প্রচেষ্টা না করে তাহলে বিপদ বাড়বে। ভারতের মতো জিনগত বৈচিত্র্যপূর্ণ দেশে দ্বিগুণ, তিনগুণ শক্তিশালী হয়ে ফিরবে ভাইরাস। ভারতের পরিবেশে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করবে Sars-cov-2। এটা তো সবে শুরু।''
চিঠিতে এই বলেই অবশ্য থেমে থাকেননি ওয়াইনাড়ের সাংসদ। তিনি বলেন, ''ভাববেন না দেশের এই কোভিড পরিস্থিতি কেবল দেশবাসীর ক্ষতি করবে। বিষয়টা বিশ্ববাসীর কাছেও চিন্তার কারণ হবে।'' এর জন্য কেন্দ্রীয় সরকারের টিকাকরণ স্ট্র্যাটেজিকে দায়ী করেন রাহুল। কংগ্রেস নেতার কথায়, ''পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও একটা লকডাউন এখন শুধু সময়ের অপেক্ষা। আগেই করোনা থেকে জয়ের ঘোষণা করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে দেওয়া হয়েছে।''
রাহল গাঁধীর পরামর্শ, অবিলম্বে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক সরকার। পাশাপাশি কোন ভ্যাকসিন নতুন কোন ভ্যারিয়েন্টকে থামাতে পারছে, তাও দেখা হোক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ফের নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। ভারতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫.৬ লক্ষ।
বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ ভাইরাসের মিউটেটেড ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই মিউটেশনের দ্বিগুণ, তিনগুণ ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গে। যার ফলে ভারতের বুকে আরও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে টিকাকরণ ছাড়া গতি নেই। যদিও এখনও ভ্যাকসিনের অভাবে প্রথম ডোজ নিতে পারেননি বহু মানুষ। নিত্যদিন যার প্রমাণ দিচ্ছে দেশের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ।