কলকাতা: এবার অক্সিজেন সঙ্কট কলকাতার হাসপাতালে। উত্তর কলকাতার মাড়োয়ারি হাসপাতালে চরম অক্সিজেন সঙ্কট বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে সহায়তা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৮০ জন কোভিড রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। এঁদের মধ্যে ৭০ জনের নিরবিচ্ছিন্ন অক্সিজেন লাগছে। ফলে, হাসপাতালে দৈনিক ১৬০-১৮০ সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন। 


হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা তিন সরবরাহকারীর থেকে অক্সিজেন পেয়ে থাকে। সম্প্রতি, এক ভেন্ডর জানিয়েছে, তাদের একাধিক কর্মী কোভিড আক্রান্ত হওয়ায় সাপ্লাই ঠিকভাবে দিতে পারবে না। 


হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, বাকি সরবরাহকারীরা কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। দুই ভেন্ডর জানিয়েছে, অনিয়মিতভাবে দিতে পারবে তারা। কতটা দিতে পারবে সেই নিয়েও নিশ্চয়তাও দিতে পারেনি। 


হাসপাতালের দাবি, এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করা হয়। হাসপাতালের প্রশাসক সঞ্জীব শর্মা জানান,  অক্সিজেনের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরে আবেদন করা হলে সেখান থেকে  আশ্বাস মিলেছে। 


অক্সিজেনের আকালের এই ছবি এখন দেশজুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যকে প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহের জন্য এদিনই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির ওপরে তিনি নিজেই ভেরি আর্জেন্ট বলে উল্লেখ করেছেন। 


ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী ৭-৮ দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা ৫৫০ মেট্রিক টনে পৌঁছোতে পারে।  কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদামতো অক্সিজেন সরবরাহ করা হোক।  


মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, রাজ্যের চাহিদামতো অক্সিজেন সরবরাহ কররা হচ্ছে না। উল্টে গত ১০ দিনে রাজ্যে উত্‍পাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে।  


মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন রাজ্যকে দিনে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, চিঠিতে সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।