নয়াদিল্লি: সংবিধান দিবস উপলক্ষে সংসদে বিশেষ আয়োজন। সংসদে সেই নিয়ে ভাষণও দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে যোগ দিলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সংবিধান দিবস পালন করলেও, প্রধানমন্ত্রী সংবিধান পড়েননি বলে দাবি করলেন তিনি। (Rahul Gandhi)


মঙ্গলবার সংবিধান দিবসে দিল্লির তালকটোরা স্টেডিয়ামে 'সংবিধান রক্ষক অভিযান' বা 'সংবিধান বাঁচাও অভিযানে' যোগ দিয়েছিলেন রাহুল। সেখান থেকেই মোদিকে বেঁধেন রাহুল। তিনি বলেন, "নরেন্দ্র মোদিজি এবং বিজেপি সংসদে সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা ভারতের সংবিধান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নরেন্দ্র মোদিজি সংবিধান পড়েননি। সংবিধান পড়ে থাকলে, যা করে চলেছেন, তা করতেন না উনি।" (Indian Constitution Day)


সাম্প্রতিক কালে এই 'সংবিধান বাঁচাও অভিযান' নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। সংসদের অন্দরে হোক বা সংসদের বাইরে, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে বার বার সংবিধান তুলে ধরে নিজের অবস্থান জানিয়েছেন রাহুল। সেই নিয়ে তাঁকে পাল্টা আক্রমণ করেন বিজেপি। 


এদিন রাহুল বলেন, "সংবিধানে কি সাভারকরজির কণ্ঠ রয়েছে? সংবিধানে কি লেখা রয়েছে মানুষের প্রতি হিংসা প্রয়োগ, ভীতি প্রদর্শন, মানুষ খুন অথবা মিথ্যে বুলি আউড়ে সরকার চালানোর কথা? এটা সত্য এবং অহিংসার বই।" ভারতের সংবিধান সামাজিক ক্ষমতায়নের কথা বলে, বাবাসাহেব অম্বেডকর, জ্যোতিরাও ফুলে, মহাত্মা গাঁধী, গৌতম বুদ্ধ যাঁর পূজারী ছিলেন বলেও মন্তব্য করেন রাহুল। 



সংসদে বক্তৃতা করার সময় একাধিক বার রাহুলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।  আজও হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যায়। সেই প্রসঙ্গে রাহুল বলেন, "এই দেশে দলিত, জনজাতি, অনগ্রসর, দরিদ্র শ্রেণিকে নিয়ে কথা বললে মাইক বন্ধ করে দেওয়া হয়। মাইক বন্ধ করে দেওয়া হয় যখন, অনেকেই আমাকে বসে যেতে বলেছিলেন। আমি বসেছিলাম, বসব না। মাথা উঁচু করে দাঁড়াব। যত পারেন মাইক বন্ধ করুন, আমার যা বলার, তা বলবই। আজ রোহিত ভেমুলার ছবি রয়েছে এখানে, রোহিত বলতে চেয়েছিল। কিন্তু ওর কণ্ঠস্বরই কেড়ে নেওয়া হয়।" এদিন রাহুল জানান, সংবিধান শুধুমাত্র কোনও বই নয়, ভারতীয়ত্বের দলিল বলেও এদিন মন্তব্য করেন তিনি।