নয়াদিল্লি: রাস্তার পাশে জুতো সারাই করতে বসে গিয়েছেন কখনও। কখনও আবার রেল স্টেশনে কুলির ভূমিকায় ধরা দিয়েছেন। মাথায় মোট পর্যন্ত বয়েছেন। এবার ফুড জয়েন্টে ঢুকে কফি বানিয়ে হাতে হাতে তুলে দিলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। স্টার্টআপ ব্যবসার খুঁটিনাটিও জেনে নিলেন। (Rahul Gandhi)
'ভারত জোড়ো যাত্রা'র সময় থেকেই এমন ভূমিকায় দেখা যাচ্ছে রাহুলকে। সাধারণ মানুষের কাছ থেকে সেই নিয়ে ভাল সাড়াও পেয়েছেন তিনি। এবার রাহুল গেলেন খাদ্যপণ্য বিপণন সংস্থা Keventers-এর স্টোরে। সেখানকার কর্মীদের কাছে শুধুমাত্র কাজকর্ম শিখলেনই না, সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আমন আরোরা এবং অগস্ত্য ডালমিয়ার সঙ্গে ব্যবসার মডেল, ঝুঁকি নিয়ে আলোচনাও করলেন। (Rahul Gandhi at Keventers)
Keventers-এর স্টোরে কী কী করলেন, তার ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাহুল। ভিডিও- দেখা গিয়েছে, ভিড় ঠেলে ভিতরে ঢুকে যান রাহুল। চারপাশের লোকজন তাঁকে দেখে রীতিমতো হতবাক। কী ভাবে খাদ্যসামগ্রী প্যাকেটে মোড়া হয়, রাহুল তা দেখতে আগ্রহী কি না, জানতে চান এক কর্মী। কিন্তু রাহুল বলেন, "না, আমি বানাব।" সেই মতো কোল্ড কফি বানানোর কাজে হাত দেন রাহুল।
প্রথমে ভ্যানিলা আইসক্রমি মিহি করে নেন মিক্সারে। তার পর কফি, বানিয়ে পরিবেশনও করেন তিনি। হাতে হাতে তুলে দেন কোল্ড কফির বোতল। সেই সময় রাহুলকে নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায় কার্যত। বয়স্ক এক মহিলা রাহুলকে নিজের বাড়ি দেখানোর জন্য জোরাজুরি করেন। তাঁকে নিরাশ করেননি রাহুল। এমনকি দুই প্রবীণার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেলেও, ধৈর্যের পরিচয় দেন তিনি।
এর পর Keventers-এর দুই সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে আলোচনায় বসেন রাহুল। বিনিয়োগের ব্যাপারে তাঁর কী ভাবনা জানতে চান আমন এবং অগস্ত্য। রসিকতার সুরে রাহুল জানান, তিনি Keventers-এ বিনিয়োগের কথাই ভাবছেন। ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন রাহুল। ব্যবসার খুঁটিনাটি বিষয় নিয়ে খোঁজ করেন। ভিডিওটি পোস্ট করে রাহুল জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে Keventers-এর। তাদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।