নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। সেই নিয়ে ফুঁসে উঠল কংগ্রেস। তীব্র প্রতিক্রিয়া জানালেন I.N.D.I.A জোটের শরিক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। গোটা ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন তিনি। কংগ্রেসের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সবমিলিয়ে তপ্ত জাতীয় রাজনীতি। (Rahul Gandhi)
রাহুল সম্পর্কে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা তরবিন্দর সিংহ মারওয়া। গত ১১ সেপ্টেন্বর তাঁকে বলতে শোনা যায়, "নিজের আচরণ শুধরে নিন রাহুল। নইলে ঠাকুমার মতোই পরিণতি হবে।" ১০ নং জনপথে, রাহুলের বাসভবনের সামনেই এই মন্তব্য করেন তরবিন্দর। রাহুলকে তুই-তোকারি করেই এমন হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। (Congress News)
কংগ্রেসের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পাশাপাশি, তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা সাধারণ সম্পাদক অজয় মাকেন। তাঁর কথায়, "ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার পরও এমন হুমকি দেওয়া হচ্ছে।" ভারতের রাজনীতি এর থেকে নীচে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কেন দলের নেতার বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ করছে না প্রশ্ন তোলেন।
মাকেনের কথায়, "তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘুদের জন্য সরব রাহুল। তাই বিজেপি-র ওঁর কথা পছন্দ নয়। সেই কারণেই হুমকি দেওয়া হচ্ছে। আমিও বলে রাখছি, আমরা কংগ্রেস। আমাদের এভাবে ভয় দেখানো যাবে না, মাথানত করব না আমরা।" কংগ্রেসের দাবি, সরাসরি রাহুলকে খুনের হুমকি দিয়েছেন বিজেপি নেতা।
শুধু তরবিন্দরই নন, সম্প্রতি রাহুলকে হুমকি দিতে শোনা যায় শিবসেনা (একনাথ শিন্ডে) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়কে। রাহুলের জিভ কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু রাহুলকে 'দেশের এক নম্বর জঙ্গি' বলে উল্লেখ করেন। মাকেনের মতে, অশান্তি তৈরি করতে, হিংংসায় উস্কানি জোগাতে এবং শান্তিভঙ্গ করতেই এমন মন্তব্য করা হচ্ছে লাগাতার।
এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাহুল গাঁধীকে বিজেপি নেতার হুমকি দেওয়ার খবরে স্তম্ভিত আমি। বলা হয়েছে, ঠাকুমার মতো পরিণতি হবে। শিন্ডে সেনা বিধায়ক আবার জিভের উপর পুরস্কার ঘোষণা করেছেন, আরও নানা রকমের হুমকি। আসলে আমার ভাই রাহুলের ব্যক্তিত্বে এবং ওঁর উপর মানুষের যে সমর্থন, তাতে অস্থির হয়ে উঠেছেন অনেকে। তাই এত হুমকি। বিরোধী দলনেতার নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে, অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। গণতন্ত্রে হুমকি, হিংসার কোনও জায়গা নেই'। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও