নয়াদিল্লি: দেশের গত বছরের মোট কেন্দ্রীয় বাজেটের থেকে বেশি সম্পত্তি ৬৩ জন ভারতীয় বিলিওনেয়ারের, এহেন রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গাঁধী। দেশের ১০০ কোটি গরিবের চারগুণ বেশি সম্পদের মালিক ভারতের সুপার রিচ বা অতি-ধনীদের এক শতাংশ, বলেছেন রাহুল। মোদি ‘গরিবের সম্পত্তি শুষে নিয়ে’ ‘নিজের পছন্দের পুঁজিপতি বন্ধুদের’ দিচ্ছেন বলে কটাক্ষ করেছেন তিনি।


দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক বৈঠকের প্রাক্কালে সোমবার অক্সফ্যাম প্রকাশিত নতুন রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটের পরিমাণ ছিল ২৪.৪২ লক্ষ কোটি টাকা। ৬৩ জন ভারতীয় বিলিওনেয়ারের সম্মিলিত সম্পত্তি তার চেয়েও বেশি। কংগ্রেস নেতা এহেন পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে লিখেছেন, মোদি গরিবের সম্পত্তি শোষণ করে নিজের অনুগত পুঁজিবাদী বন্ধুবান্ধব ও তিনি যে বড় ক্ষমতার দালালদের ওপর নির্ভরশীল, তাদের দিচ্ছেন। ভারতের এক শতাংশ সুপার রিচ এখন দেশের ১০০ কোটি গরিবের চার গুণ বেশি সম্পত্তির মালিক।
অক্সফ্যাম রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের ২১৫৩ বিলিওনেয়ার ৪.৬ বিলিয়ন মানুষের চেয়ে বেশি সম্পত্তির অধিকারী, যারা গোটা দুনিয়ার জনসংখ্যার ৬০ শতাংশ।
রিপোর্টের তথ্য, একটি টেক কোম্পানির একেবারের মাথায় বসে থাকা সিইও বছরে যে আয় করেন, সেখানে পৌঁছতে একজন গৃহপরিচারিকার ২২ হাজার ২৭৭ বছর লাগবে। আরও বলা হয়েছে, প্রতিদিন মহিলা, মেয়েরা বিনা পারিশ্রমিকে ৩.২৬ বিলিয়ন ঘন্টা কাজ করেন, যা থেকে ভারতীয় অর্থনীতিতে আসছে বছরে অন্তত ১৯ লক্ষ কোটি টাকা। এটা ২০১৯ সালে ভারতের বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দের (৯৩ হাজার কোটি টাকা) ২০ গুণ।