নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির বাইক-প্রীতির কথা সর্বজনবিদিত। গাড়ির ব্যাপারেও তিনি বিশেষ আগ্রহী। নিজের গ্যারাজেই একাধিক নামি সংস্থার বাইক-গাড়ি রয়েছে জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের। ফেরারি ৫৯৯ জিটিও, হামার এইচ ২, জিএমসি সিয়েরার মতো গাড়ি রয়েছে ধোনির। পাশাপাশি কাওয়াসাকি নিনজা এইচ ২, কনফেডারেট হেলক্যাট, বিএসএ, সুজুকি হায়াবুসা, নর্টন ভিন্টেজের মতো বিদেশি বাইক রয়েছে তাঁর।

সোমবার ধোনির বাইকের সংগ্রহের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন স্ত্রী সাক্ষী সিংহ ধোনি। তিনি লিখলেন, ‘এমনকী বাইকও দেখার জিনিস হয়।’ রাঁচির রিং রোডে ধোনির নতুন ফার্মহাউসে শুধু বাইক-গাড়ির জন্য আলাদা গ্যারাজ রয়েছে। সেই গ্যারাজেরই ভিডিও পোস্ট করেছেন সাক্ষী।