অশ্রিতার জন্ম ১৯৯৩ সালের ১৬ জুলাই। এখনও পর্যন্ত কাজ করেছেন ৫টি ছবিতে। ২০১০ সালে ১৭ বছর বয়সে জিতে নেন একটি সুন্দরী প্রতিযোগিতা। এখন তিনি দক্ষিণী ছবিতে পরিচিত মুখ। এই দক্ষিণী অভিনেত্রীকে বিয়ে করলেন ক্রিকেটার মণীশ পাণ্ডে
ABP Ananda, Web Desk | 03 Dec 2019 10:27 AM (IST)
দক্ষিণী ছবির নায়িকা অশ্রিতা শেট্টিকে বিয়ে করলেন ভারতীয় ব্যাটসম্যান মণীশ পাণ্ডে।
নয়াদিল্লি: কর্নাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতানো ভারতীয় ব্যাটসম্যান মণীশ পাণ্ডে বিয়ে করলেন। দক্ষিণী ছবির নায়িকা অশ্রিতা শেট্টিকে বিয়ে করেছেন তিনি। ২০১২-য় তেলুগু ছবি তেলিকেড়া বোল্লু দিয়ে অশ্রিতার ছবির জগতে পা রাখা। ৬ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টি২০ ও একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে, তাতে ভারতীয় দলে জায়গা পেয়েছেন মণীশ। তাঁর অধিনায়কত্বে রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে কর্নাটক। ম্যাচের পর মণীশ জানান, পরদিনই তাঁর বিয়ে। তামিলনাড়ুর বিরুদ্ধে ফাইনাল খেলার সময় কর্নাটকের হয়ে তিনি ৪৫ বলে অপরাজিত ৬০ রান করেন। উল্টোদিকে অশ্রিতা নামী অভিনেত্রী। তিনি ইন্দ্রজিৎ, উদ্যমন এনএইচ৪-এর মত ছবি করেছেন। মণীশকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। তাঁদের বিয়ের ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, আমার বিশ্বাস, এটাই হবে তোমার সেরা ইনিংস।