নয়াদিল্লি: ব্রিটিশ আমল থেকে চলে আসা খালাসি বা বাংলো পিওন পদে নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রেল। এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে রেল বোর্ড। দিন দুয়েক আগে রেলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয় বৈঠক করে। তারপরেই নিয়োগ বন্ধের সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, রেল এই পদটি একেবারে তুলে দেওয়ার কথাও ভাবনাচিন্তা করছে।
উচ্চপদস্থ রেল আধিকারিকদের বাড়ির কাজের জন্য ওই সব চতুর্খ শ্রেণির কর্মী (খালাসি) নিয়োগ করা হয়ে আসছে ব্রিটিশ আমল থেকে। পরবর্তী সময়ে সরকারি পরিভাষায় এঁদের ‘টেলিফোন অ্যাটেনডেন্ট কাম ডাক খালাসি’ বলা হয়ে আসছে। প্রথমে এঁদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়, তিন বছর পর বাছাই করে চতুর্থ শ্রেণির স্থায়ী কর্মী পদে উন্নীত করা হয়ে থাকে। রেলের কর্মী সংগঠনগুলি জানিয়েছে, বহু বছর ধরেই এই খালাসিদের সঙ্গে রেল আধিকারিক একাংশ এবং তাঁদের পরিবারের সদস্য়রা অমানবিক আচরণ করে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে ফি বছর অভিযোগও জমা পড়ে কর্মী সংগঠনগুলির কাছে। এ নিয়ে উদ্বিগ্ন ছিল রেল মন্ত্রকও। বিষয়টি খতিয়ে দেখতে ২০২৪ সালে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিল রেল।
নির্দেশিকায় বলা হয়েছে, ওই পদটির আর কোনও প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, তাই ওই পদে আপাতত নিয়োগ বন্ধ। এমনকি, গত ১ জুলাই যাঁদের খালাসি পদে নিয়োগ হয়েছে, সেই প্রক্রিয়াটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রেল বোর্ড। ওই নির্দেশিকা রেলের প্রতিটি জোনে কঠোর ভাবে পালনের নির্দেশ দিয়েছে রেল বোর্ড।