নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুত মামলায় সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্ত বিহার থেকে মুম্বইয়ে সরানোর যে আবেদন করেছেন, তাতে তাদেরও একটি পক্ষ বা পার্টি করা হোক, শীর্ষ আদালতে এমনই আবেদন করেছে কেন্দ্র। ন্যয় বিচারের স্বার্থেই কেন্দ্র এতে সামিল হতে চায় এবং মামলা হস্তান্তরের আবেদনে এতে কোনও পক্ষের প্রতিই কোনওরকম অন্যায় হবে না বলে সওয়াল করে শীর্ষ আদালতে বলেছে, তাদেরও এই মামলায় একটি পক্ষ করা হোক।
সুশান্ত মামলার সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি জারি করেছিল যে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক, তারা বলেছে, এই মামলায় তারাও একটি প্রয়োজনীয় পক্ষ। গত ৫ আগস্ট সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে কেন্দ্র নীতিগত ভাবে বিহার সরকারের এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিয়েছে। তিনি বিচারপতি হৃষিকেশ রায়ের সামনে জানান, সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি শীঘ্রই, সম্ভবত, দিনের শেষে জারি করা হবে।
এ নিয়ে সর্বশেষ শুনানিতে শীর্ষ আদালত তার রায়ে সব পক্ষকে নিজ নিজ অবস্থান জানানোর জন্য় তিনদিন সময় দেয়। মুম্বই পুলিশের এপর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে, তার যাবতীয় রেকর্ড পেশ করা উচিত বলেও জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি রায় বলেন, আমরা জানতে চাই, মুম্বই পুলিশ এপর্যন্ত কী করেছে।
তবে মহারাষ্ট্র সরকারের কৌঁসুলি সিবিআই তদন্তের বিরোধিতা করে সওয়াল করে, ফৌজদারি দন্ডবিধি অনুসারে তদন্ত করার এক্তিয়ার আছে মুম্বই পুলিশেরই। বিহার পুলিশের আচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে ওই কৌঁসুলি দাবি করেন, ফৌজদারি দন্ডবিধির আওতায় একমাত্র মুম্বই পুলিশেরই মামলা দায়ের করার কর্তব্য, ক্ষমতা, দায়িত্ব আছে। পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে।
সুশান্ত তদন্তে রিয়ার পিটিশনে পার্টি হতে চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2020 11:49 PM (IST)
ন্যয় বিচারের স্বার্থেই কেন্দ্র এতে সামিল হতে চায় এবং মামলা হস্তান্তরের আবেদনে এতে কোনও পক্ষের প্রতিই কোনওরকম অন্যায় হবে না বলে সওয়াল করে শীর্ষ আদালতে বলেছে, তাদেরও এই মামলায় একটি পক্ষ করা হোক।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড থেকে অনুরাগী মহলের একাংশ দাবি করছে, বলিউডে একগোষ্ঠীর একাধিপত্যের জন্যই কোণঠাসা হয়ে গিয়েছিলেন সুশান্ত। বলিউডে স্বজনপোষণের ধারাই এর জন্য দায়ী, মত বেশিরভাগেরই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -