নয়া দিল্লি: এবার থেকে দূরপাল্লার ট্রেনে দেওয়া হবে বিছানা, চাদর এবং কম্বল। এমনই ঘোষণা করল ভারতীয় রেল।অবশেষে ট্রেনে দেওয়া হবে কম্বল, বিছানা, চাদর, যাত্রীদের স্বস্তি দিয়ে এমনটাই ঘোষণা রেলের। বৃহস্পতিবার সকল আঞ্চলিক রেলের জেনারেল ম্যানেজার একটি নির্দেশিকায় রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে।


করোনাকালে দূরপাল্লার ট্রেনে এই সকল সুবিধা তুলে দেওয়া হয়েছিল। সংক্রমণের দিকে নজর দেখেই। ভারতীয় রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হচ্ছে। সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার পাশাপাশি সম্পূর্ণ স্বাভাবিকের পথে রেল পরিষেবাও।







আরও পড়ুন, আজ ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ, গুরুত্ব পেতে পারে একাধিক সামাজিক প্রকল্প            


রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকেই সেই নির্দেশিকা কার্যকর করা হবে। অর্থাৎ এখন থেকেই দূরপাল্লার ট্রেনে বিছানা এবং কম্বল পাবেন যাত্রীরা। প্রাক-করোনাভাইরাস কালের মতো কম্বল, বিছানা দেওয়া হবে। নির্দেশিকা আরও জানানো হয়েছে, এই নির্দেশিকা প্রকাশ করার সময় কাল থেকেই নির্দেশিকা কার্যকর হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছিল এবং বৃহস্পতিবার থেকেই যাত্রীরা বিছানা এবং চাদর পাবেন।