তিরুবনন্তপুরম: কেরলের পাঁচ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ভাট্টিয়োকভু ও কোন্নি আসনে এগিয়ে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সম্ভবত এর্নাকুলাম ও মঞ্জেস্বরে তাদের গড় ধরে রাখতে চলেছে। সেইসঙ্গে আরুর আসন সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভালো ফল করলেও কেরলের উপনির্বাচনে খালি হাতেই ফিরতে হতে পারে বিজেপিকে। ভাট্টিয়োকভু, কোনিনি ও মঞ্জেস্বরে ভালো লড়াই করলেও এবারও তারা সম্ভবত এলডিএফ ও ইউডিএফের দুর্গে ফাটল ধরাতে সক্ষম হচ্ছে না।
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই পাঁচ আসনের উপনির্বাচন ছিল এলডিএফ , ইউডিএফ ও এনডিএ শিবিরের নিজেদের ঝালিয়ে দেখার সুযোগ।
প্রাথমিক প্রবণতা অনুযায়ী ভাট্টিয়োকভুতে সিপিএম প্রার্থী ৯৫৮ ভোটে এগিয়ে।
আরুর আসনে কংগ্রেস প্রার্থী ৬৪১ ভোটে এগিয়ে।
মঞ্জেস্বরে ২৭১৪ ভোটে এগিয়ে আইইউএমএল প্রার্থী।
কোন্নি আসনে ১২৫৫ ভোটে এগিয়ে সিপিএম
এর্নাকুলামে কংগ্রেস প্রার্থী ২১১৭ ভোটে এগিয়ে।
কেরলের পাঁচ বিধানসভা আসনের উপনির্বাচনের দুটিতে এগিয়ে এলডিএফ, তিনটিতে ইউডিএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2019 10:40 AM (IST)
কেরলের পাঁচ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ভাট্টিয়োকভু ও কোন্নি আসনে এগিয়ে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সম্ভবত এর্নাকুলাম ও মঞ্জেস্বরে তাদের গড় ধরে রাখতে চলেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -