ইন্দোর : "এখনও পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে, তাতে আমি নিশ্চিত যে ও (সোনম রাজবংশী) এই খুন করেছে। এই মামলায় সব অভিযুক্ত রাজ কুশওয়ার সঙ্গে যুক্ত। আমরা সোনম রাজবংশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। রাজার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।" নিহত রাজা রাজবংশীর ইন্দোরের বাড়িতে গিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন সোনমের দাদা গোবিন্দ।

 

দৃঢ় কণ্ঠে তিনি জানিয়েও দিলেন, "সোনম যদি অপরাধী হয়, ওকে ফাঁসি দেওয়া হোক।" তাঁর সংযোজন, "সোনম এখনও পর্যন্ত অপরাধ স্বীকার করেনি। কোনো যোগাযোগ হয়নি...আমরা ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি...আমরা রাজার হয়ে লড়াই করব।" 

 

রাজার দাদা বিপিন রঘুবংশী বলেন, "গোবিন্দের আমার সঙ্গে যোগাযোগ ছিল। ও বলেছিল যে আমাদের বাড়িতে আসবে এবং ও স্বীকার করতে চায় যে ওর বোন ভুল করেছে। গোবিন্দ বলতে চেয়েছিল ওর বোন (সোনম)-যে ভুল করেছে তার জন্য ওকে ফাঁসি দেওয়া হোক।"