নয়াদিল্লি: যদি করোনা সঙ্কটে তাঁর সাহায্যের প্রয়োজন হয়, তবে তিনি দেশে ফিরতে রাজি। জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এক সাক্ষাৎকারে রাজন বলেছেন, তাঁর উত্তর পরিষ্কার হ্যাঁ। যদি তাঁর সাহায্য কেন্দ্রীয় সরকারের প্রয়োজন হয়, তবে তিনি দেশে ফিরে আসবেন।
রাজন এই মুহূর্তে আমেরিকায়, বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষকতা করছেন। তিনি বলেছেন, এখন গুরুতর সঙ্কট চলছে। তিনি ভারতীয় নাগরিক, দেশে কী চলছে, তার পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন, পরিস্থিতি দেখে তিনি উদ্বিগ্ন। এই মুহূর্তে দেশ থেকে যদি ডাক পড়ে, তবে যা প্রয়োজন, তা অবশ্যই করবেন।
বর্তমান সময়ে ভারতের শ্রেষ্ঠতম চ্যালেঞ্জ বলে একটি ব্লগ লিখেছেন রাজন। তাতে লেখেন, সরকারের উচিত, যাঁদের দক্ষতা ও ক্ষমতা প্রমাণিত, তাঁদেরই ডেকে করোনা সঙ্কট মোকাবিলার দায়িত্ব দেওয়া। এমন মানুষ ভারতে অসংখ্য রয়েছেন,যাঁরা এই দায়িত্ব নিতে সক্ষম। দরকারে বিরোধী পক্ষের লোকজনের সাহায্য নিতে হতে পারে, যাঁদের বিশ্বজোড়া মন্দার সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
করোনা: সঙ্কটের মুহূর্তে প্রয়োজন পড়লে দেশে ফিরতে রাজি, জানালেন রঘুরাম রাজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2020 10:53 PM (IST)
তিনি বলেছেন, এখন গুরুতর সঙ্কট চলছে। তিনি ভারতীয় নাগরিক, দেশে কী চলছে, তার পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন, পরিস্থিতি দেখে তিনি উদ্বিগ্ন। এই মুহূর্তে দেশ থেকে যদি ডাক পড়ে, তবে যা প্রয়োজন, তা অবশ্যই করবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -