কলকাতা: করোনার জেরে চলতি মরসুমে আইপিএল আদৌ হবে কি না, নিশ্চয়তা নেই। তাঁর এখন থাকার কথা কলকাতায়। তবে মারণ ভাইরাসের সংক্রমণের জেরে বদলে গিয়েছে ছবিটা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান স্তম্ভ অইন মর্গ্যান ইংল্যান্ডে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। কেকেআর-এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর শিখছেন রান্না।

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘সকলের কাছেই বেশ অদ্ভূত একটা সময় যাচ্ছে। তিন সপ্তাহ আগে আমাদের পুত্রসন্তান হয়েছে। আমার আর স্ত্রী টারার সময় কেটে যাচ্ছে ওকে নিয়েই। পিতৃত্ব দারুণ একটা অনুভূতি। এখনও পর্যন্ত অন্তত হাজারবার ন্যাপি পাল্টে ফেলেছি আর সেটা পুরোদমে উপভোগ করছি।’



অফুরন্ত অবসরে রান্নার কাজেও হাত পাকাচ্ছেন নাইট-যোদ্ধা। মর্গ্যান বলেছেন, ‘আমি রান্না করতে ভালবাসি। আজই যেমন বার্বিকিউ প্রস্তুত। স্যালাড তৈরি করে ফেলেছি। এবার শুধু মাংস ম্যারিনেট করতে হবে।’ নেটফ্লিক্সে সিনেমা দেখছেন। পাবলো এস্কোবারের জীবনের ওপর নির্মিত ওয়েবসিরিজ ‘নার্কোস’ দেখে ফেলেছেন। বইও পড়ছেন। তবে মর্গ্যান জানিয়েছেন, অল্পবিস্তর শরীরচর্চা করলেও খুব বেশি সময় জিমে কাটাচ্ছেন না।

২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের সদস্য ছিলেন। মর্গ্যানের এখনও মনে আছে ট্রফি নিয়ে চেন্নাই থেকে কলকাতায় ফেরার পর মানুষের অভ্যর্থনার বহর। নিজে বিশ্বকাপজয়ী অধিনায়ক। কেকেআর শিবিরে অধিনায়ক দীনেশ কার্তিককে প্রয়োজন মতো সাহায্য করতে প্রস্তুত মর্গ্যান। আইপিএল কবে হবে, ঠিক নেই। তবে মর্গ্যান বলেছেন, ‘আমার তর সইছে না। কবে কলকাতায় যাব ভাবছি।’