মন্দিরে পুজো জিতে গিয়েও ছবি তোলা, ভিডিও করা অনেকেরই অভ্যেস। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাইক-কমেন্টে কুড়িয়ে নেওয়ার প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকতে সবাই সবসময় সাবেকি পোশাক-আসাকও পরেন না। আর এমনিতেও মন্দিরের ভেতর সেলফি তোলার হিড়িক এখন কিছু কম নয়। এতে অনেক সময় বিরক্ত হন মন্দিরে আগত অন্যান্য ভক্তরা। বিরক্তিবোধ করেন মন্দির-প্রশাসনও। এই আবহেই এবার ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ হল।  মন্দির চত্বরে ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও। নিয়মটি জারি করা হয়েছে, রাজস্থানের উদয়পুরের একলিঙ্গজি মন্দিরে।  যদিওকর্তৃপক্ষের এই নির্দেশিকা নিয়ে বিতর্ক জোরদার। অনেকেই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, অনেকে আবার পোশাকের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেছেন।  


মন্দির কর্তৃপক্ষের জারি করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, মিনি স্কার্ট, বারমুডা এবং রাত-পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। কর্তৃপক্ষের মতে, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এবং দেবস্থানের গুরুত্ব  সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এই নির্দেশিকা ব্যানার আকারে শুক্রবার মন্দিরে টাঙিয়েও দেওয়া হয়। 


শুধু পোকাশবিধিই নয়, মোবাইল ব্যবহারেও আনা হয়েছে কড়াকড়ি। পুণ্যার্থীরা মন্দির চত্বরে মোবাইল নিয়েও প্রবেশ করতে পারবেন না। পোষ্য এবং কোনও রকম অস্ত্র নিয়েও মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি নেই। আগে পুণ্যার্থীরা মন্দির দর্শনে গেলে মোবাইল ফোন নিয়ে যেতে পারতেন। তবে ফোন বন্ধ করে নিজেদের কাছে রাখা যেত। তবে মন্দিরের ছবি তোলা আটকানো যেত না। তবে এবার মোবাইল ব্যবহারই বারণ করে দেওয়া হল মন্দিরে।  পুণ্যার্থীদের এই নয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের একটি অংশের আবার দাবি, মন্দিরে ছোট পোশাক পরে এলে অনেকের চোখেই তা ভাল লাগে না। তাই এই নির্দেশ। 


গত বছরের শেষাশেষি থেকেই এরকম নিয়ম লাগু রয়েছে বাংলার তারাপীঠে। সেখানে পূজারি, দর্শনার্থী কেউই মোবাইল ব্যবহার করতে পারেন না ভেতরে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা এবং মা তারার সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাই স্মার্ট ফোন নিয়ে কেউই মন্দিরে ঢুকতে পারেন না। ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। এর আগে উদয়পুরের জগদীশ মন্দিরেও এইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখনও পোশাকবিধি জারি করায় বিতর্ক তৈরি হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে