পুলিশ সুপার ও পি সোলাঙ্কি বলেছেন, এ ব্যাপারে প্রাক্তন বিজেপি মহিলা মোর্চার জেলা প্রধান স্মিতা ভার্মা, তাঁর ২ সহযোগী, হীরা লাল ও পুনম চৌধুরি, দুই সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। হীরা লাল, পুনমের সঙ্গে কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে।
নির্যাতিতা গত ২২ সেপ্টেম্বর যে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাতে অভিযুক্ত হিসাবে এই ৫ জনের নাম রয়েছে। এদের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছে।
সোলাঙ্কি বলেছেন, অভিযোগকারী তাঁর ওপর যৌন নিগ্রহের যে অভিযোগ দায়ের করেছেন, তা ঘটেছিল ২০১৯ এর অক্টোবর ও ২০২০-র মে মাসের মধ্যে।