পুলিশ সুপার ও পি সোলাঙ্কি বলেছেন, এ ব্যাপারে প্রাক্তন বিজেপি মহিলা মোর্চার জেলা প্রধান স্মিতা ভার্মা, তাঁর ২ সহযোগী, হীরা লাল ও পুনম চৌধুরি, দুই সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। হীরা লাল, পুনমের সঙ্গে কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে। নির্যাতিতা গত ২২ সেপ্টেম্বর যে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাতে অভিযুক্ত হিসাবে এই ৫ জনের নাম রয়েছে। এদের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছে। সোলাঙ্কি বলেছেন, অভিযোগকারী তাঁর ওপর যৌন নিগ্রহের যে অভিযোগ দায়ের করেছেন, তা ঘটেছিল ২০১৯ এর অক্টোবর ও ২০২০-র মে মাসের মধ্যে। ‘৮ বারের বেশি ধর্ষণ’! রাজস্থানে প্রাক্তন মহিলা বিজেপি নেত্রী সহ গ্রেফতার ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2020 09:37 PM (IST)
নির্যাতিতা গত ২২ সেপ্টেম্বর যে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাতে অভিযুক্ত হিসাবে এই ৫ জনের নাম রয়েছে। এদের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছে।
সোয়াই মাধোপুর (রাজস্থান): হাথরাসের গণধর্ষণের অভিযোগে সারা দেশ যখন তোলপাড়, তখন রাজস্থানের সোয়াই মাধোপুরে একটি মেয়ের ধর্ষণের অভিযোগ পেয়ে এক প্রাক্তন বিজেপি মহিলা মোর্চা নেত্রী সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগকারিণীর দাবি, তাঁকে নানা জায়গায় ৮ বারের বেশি ধর্ষণ করা হয়েছে।