জয়পুর: ফের ট্রেনলাইনে দুর্ঘটনার (Rajasthan Tragic Accident)। রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এক বৃদ্ধ। এদিকে আচমকাই বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat) ধাক্কা খেয়ে গরু এসে পড়ে তাঁর ঘাড়ে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম শিবদয়াল শর্মা। তিনি ভারতীয় রেলের প্রাক্তন কর্মী।
প্রসঙ্গত, শিবদয়ালের আত্মীয়রা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ কালী মোরি গেট ছেড়ে আসছিল বন্দে ভারত ট্রেনটি। এমনসময়ই রেললাইনে আচমকাই গরুটি এসে যায়। ট্রেনের ধাক্কায় গরুটি ছিটকে ৩০ মিটার দূরে থাকা ওই বৃদ্ধের ঘাড়ে আঘাত করে। এদিকে সেই সময় রেললাইনের ওই অংশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন তিনি। গরুটি ছিটকে তার ঘাড়ে আঘাত করতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রাক্তন রেল কর্মীর।
বুধবার সকালেই শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় বলে পরিবার সূত্রে খবর। তবে গরুর সঙ্গে বন্দে ভারত ট্রেনের সংঘর্ষ এই প্রথম নয়। মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ৬ অক্টোবার একটি গরুকে ধাক্কা মারে। পরের দিন একই ট্রেন আনন্দ স্টেশনের কাছে একই ঘটনার মুখোমুখি হয়। পাশাপাশি একাধিক রুটে গবাদি পশুকে ধাক্কা মারার উদাহরণ রয়েছে বন্দে ভারতের।
প্রসঙ্গত, এর আগে একুশ সালেও একটি মর্মানিতক ঘটনা ঘটেছিল। যদিও প্রেক্ষাপট আলাদা। আপ লাইনে বসে গল্প করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু ঘটনা ঘটেছিল। দমদম-বেলঘরিয়ার মাঝে সিসিআর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আপ লাইনে বসে গল্প করছিলেন সদা বণিক, রাজু বণিক নামে দুই যুবক। আপ লাইনে ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছিল, খবর সূত্রের।
আরও পড়ুন, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা! মধ্যপ্রদেশের ছাত্ররা তৈরি করল এই যন্ত্র
অপরদিকে শুধু অন্যমনস্কতাই নয়, ট্রেনে আরও একাধিক ধরণের দুর্ঘটনার উদাহরণও রয়েছে। কখনও 'ছিনতাইবাজের ধাক্কা' খেয়েও চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হওয়ার ঘটনা রয়েছে পশ্চিমবঙ্গে। পরিবার সূত্রে জানা গিয়েছিল, 'আপ শিয়ালদা-হাসনাবাদ লোকালে ওই মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত হন নিউ ব্যারাকপুরের ওই বাসিন্দা। রেললাইন থেকে কোনও মতে স্টেশনে আসেন তিনি। তাঁকে উদ্ধার করে আরপিএফ। যদিও রেল পুলিশের দাবি ছিল, ছিনতাইয়ের কোনও অভিযোগ আসেনি।