নয়াদিল্লি : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আজ ৭৯তম জন্মদিন। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে তিনি লেখেন, "জন্মদিনে, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীজিকে শ্রদ্ধার্ঘ্য।"


 






দেশের সবথেকে অল্পবয়সি প্রধানমন্ত্রী। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছিল তাঁর এই পদের মেয়াদ। শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগারস অফ তামিল ইলাম বা LTTE তাঁকে হত্যা করেছিল। ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একটি অনুষ্ঠানে তাঁকে হত্যা করা হয়।


এদিকে আজ পুত্র রাহুল গাঁধী প্যাংগং হ্রদের ধারে পুষ্পার্ঘ্যের মাধ্যমে বাবা রাজীবকে শ্রদ্ধা জানান। এই মুহূর্তে লাদাখ ভ্রমণে রয়েছেন কংগ্রেস সাংসদ। রাজীবের ছবিতে মালা পরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল।


বাবার সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, "আমার মনে পড়ছে, যখন আমি ছোট ছিলাম, বাবা একবার প্যাংগং সো থেকে ফিরে গিয়ে আমাকে এই হ্রদের কিছু ছবি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা। 'ভারত জোড়ো যাত্রা'র সময়, আমার লাদাখে আসার কথা ছিল। কিন্তু, কিছু লজিস্টিক কারণে, সেই কর্মসূচি স্থগিত রাখতে হয়। ভেবেছিলাম, পরে একবার আসব এবং বেশ কিছুদিন থাকব। এরপর আমি নুবরা উপত্যকা ও কার্গিলও যাব।" 


কংগ্রেস নেতাকে এই ভ্রমণে সঙ্গ দিচ্ছেন জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভিকার রসুল ওয়ানি এবং দলের অন্যান্য় নেতা-কর্মীরা।


রাহুল এর আগে সোশাল মিডিয়া হ্যান্ডেল X-এ লিখেছেন, "বাবা, তুমি ভারতের জন্য যে স্বপ্ন দেখেছিলে তা এই মূল্যবান স্মৃতিতে প্রতিফলিত। তোমার চিহ্ন আমার পথ- প্রত্যেক ভারতীয়র লড়াই এবং স্বপ্ন বোঝার, ভারতমাতার আওয়াজ শোনার।"


এদিকে আজ সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে সম্মান জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারম্যান সনিয়া গাঁধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও রাজ্যসভার সদস্য কপিল সিব্বল।