চেন্নাই : পুণের পোর্শে দুর্ঘটনার এখনও একমাসও হয়নি। এরই মধ্যে ফের হিট অ্যান্ড রান ঘটনায় নাম জড়াল হাই প্রোফাইল ব্যক্তিত্বের। অভিযোগ, চেন্নাইয়ের ফুটপাতে শুয়ে থাকা একজনের ওপর BMW গাড়ি চালিয়ে দিলেন রাজ্যসভার এক সাংসদের মেয়ে। দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয় এবং অভিযুক্ত জামিনও পেয়ে গিয়েছেন।


মঙ্গলবার রাতে BMW গাড়িতে করে যাচ্ছিলেন ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সদস্য বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরী। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা বান্ধবী। অভিযোগ, রাজ্যসভার সদস্যের মেয়ে বছর ২৪-এর এক চিত্রকর সূর্যর ওপর গাড়ি চালিয়ে দেন। তিনি মদ্যপ অবস্থায় চেন্নাইয়ের বসন্ত নগরের ফুটপাতে শুয়েছিলেন বলে অভিযোগ। 


আধিকারকরা বলছেন, ঘটনার পরেই দুর্ঘটনাস্থল ছাড়েন মাধুরী। তাঁর বান্ধবী গাড়ি থেকে নেমে যান। দুর্ঘটনা দেখে যাঁরা এগিয়ে আসেন তাঁদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ওই বান্ধবী। কিছুক্ষণ পর তিনিও দুর্ঘটনাস্থল ছেড়ে চলে যান। ভিড়ের মধ্যেই কিছু লোক সূর্যকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান। কিন্তু, তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর মৃত্যু হয়।


মাত্র ৮ মাস আগেই বিয়ে হয়েছিল সূর্যর। ঘটনায় ক্ষুব্ধ তাঁর পরিবার পরিজন ও তাঁর এলাকার মানুষজন জড়ো হন জে-৫ শাস্ত্রীনগর থানায়। তাঁরা ঘটনায় পদক্ষেপ দাবি করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, যে গাড়িটি BMR(বিড়া মস্তান রাওয়ের)- গ্রুপ এর। যে গাড়ির রেজিস্টার্ড রয়েছে পুদুচেরিতে। এরপর মাধুরীকে গ্রেফতার করা হয়। কিন্তু, থানাতেই তিনি জামিন পেয়ে যান। 


২০২২ সালে রাজ্যসভার সদস্য হন বিড়া মস্তান রাও  । বিধায়কও হন। সামুদ্রিক খাবার ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম BMR গ্রুপ।


গত মাসেই এমনই পুণের সাধারণ রাস্তায় ভোররাতের দিকে চলছিল একটি পোর্শে গাড়ি। চালাচ্ছিল বছর ১৭-এর এক কিশোর। কিন্তু সেই উত্তাল গতির মাসুল গুনতে হয় দু'জন ইঞ্জিনিয়ারকে। বাইক আরোহী দুই ইঞ্জিনিয়ার সেই সময় তাঁদের গন্তব্যে যাচ্ছিলেন সেই একই পথ দিয়ে। পথের মধ্যেই তাঁদের পিষে দিয়ে যায় নাবালকের ‘পক্ষীরাজ ঘোড়া’ পোর্শে ! সম্প্রতি পুণের এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে গোটা দেশে। দু'জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ওই নাবালককে। কিন্তু পরে আদালত থেকে নাবালক বলে ছেড়ে দেওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।